
ডান্ডিবার্তা রিপোর্ট
এবার পুলিশের সামনেই বাদী ও তার আত্মীয়-স্বজনদের পিটিয়ে জখম করলেন বিবাদীগণ। গতকাল শনিবার বিকালে নাসিক ১৮নং ওয়ার্ডের তোলারাম মোড় এলাকার সুকুম বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওয়াসিম সুকুম সহ প্রায় ৫-৬ জন গুরুত্ব আহত হন। এবিষয়ে আহত ওয়াসিম সুকুম জানান, তোলারাম মোড় এলাকার সুকুম বাড়িটি আমাদের। এখানে আমরা ভাই-বোন সকলে বসবাস করি। এছাড়াও বাড়িতে অনেক ভাড়াটিয়াও রয়েছে। কিন্তু বেশ কয়েকমাস ধরে আমাদের ভাই-বোনদের মাঝে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ঝামেলা চলছে। সেই সূত্র ধরেই্ গত শুক্রবার সন্ধ্যায় আমার ভাই-বোনেরা আমার বাড়ির ভাড়াটিয়ার ঘরে হামলা ও লুটপাট চালায়। সেই সময় সেই ভাড়াটিয়া মহিলাকে মারধরও করেন। সেই মহিলা একজন ৬০ বছরের বৃদ্ধা। তার কোন ছেলে-মেয়ে নেই এবং তার স্বামীও নেই, সে আমাদের এখানে থাকে। কিন্তু তারা দল বেঁধে একজন নিরীহ বিধবা মহিলা উপর হামলা চালায়। এবিষয়ে বিধবা বৃদ্ধা নারায়ণগঞ্জ সদর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে বৃদ্ধা বলেন, আমি নুরুন নাহার, বয়স-৬০ বছর, স্বামী- মৃত আবদুল খালেক, মাতা-মৃত সাবনা খাতুন, ঠিকানা- ৪২ বি, কে রোড, তোলারাম মোড় শুকুমবাড়ী, ডাকঘরঃ নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। আপনার থানা স্বশরীরে হাজির হইয়া এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদীগণ নিজাম শুকুম (৫৫), খোকন শুকুম (৫৩) জসিম শুকুম (৪৮) কুলসুম (৫৪) সর্ব পিতা- মৃত সমশের আলী শুকুম, মাতা- মৃত সুফিয়া বেগম, ইরফান আহমেদ মিশাল (৩৩) সর্ব ঠিকানা- ৪২ বি, কে রোড, তোলারাম মোড় শুকুমবাড়ী, ডাকঘরঃ নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। গতকাল শনিবার বিকালে বিবাদীগণ সহ আরো ১৫/২০ জন অজ্ঞাত নামা লোক এসে আমাকে কিছু না বলে জোরপূর্বক আমার বাসায় অনাধিকার প্রবেশ করে লাথি দিয়ে ঘরের দরজা, মালামাল ভাংচুর করে এবং আমার সাথে থাকা স্বর্নের ৮ আটা কানের দোল ও (আমার একমাত্র সম্বল) প্রায় ৫০,১২০/-টাকা ছিলো যাহা বিবাদীগন নিয়ে যায়। তাদের আমি বাধা প্রদান করিলে উপরোক্ত বিবাদীগণ আমাকে এলোপাথারী ভাবে কিল ঘুষি, লাথি এবং দেশীয় অস্ত্র দ্বারা রক্তাত জখম করে। আমার ডাক চিৎকার শুনিয়া এলাকার লোকজন এসে আমাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করে। উপরোক্ত বিবাদীগন যাওয়ার সময় এই মর্মে হুমকি প্রদান করে যে, যদি আমি উক্ত বিবাদীগণের বিরুদ্ধে কোন প্রকার মামলা মোকদ্দমা করি তাহালে আমাকে জীবনে মেরে ফেলবে বলিয়া হুমকি প্রদান করে। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছি। আহত ওয়াসিম সুকুম আরও জানান, সেই ঘটনার সূত্র ধরেই শনিবার বিকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ৪-৫জন পুলিশ ঘটনা স্থলে যান তদন্ত করতে। সেই সময় আমি ও আমার ভাই সাথে ছিলাম। সেই সময় পুলিশ দেখে ঘটনাস্থলে বিবাদীগণ ১০-১৫জন নিয়ে আমাদের সামনে গালিগালাস শুরু করে। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে নিজাম শুকুম, খোকন শুকুম, জসিম শুকুম, কুলসুম, ইরফান আহমেদ মিশাল সহ আরও ১০-১২জন লাঠিসোটা, দেশী অস্ত্র নিয়ে এলোপাথালী ভাবে পুলিশের সামনে আমাদের উপর হামলা চালায়। পরে এলাকার লোকজন আমাদেরকে ঘটনাস্থল থেকে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য আনে। সেখানেও তাদের লোকজন আমাদের চিকিৎসায় বাঁধা প্রদান করে। পরে আমরা খানপুর হাসপাতালে চিকিৎসা নেয়, এতে আমার মাথায় ৫টি সেলাই পড়ে। সেই ঘটনায় পুলিশ কাউকে আটক না করেনই ঘটনাস্থান থেকে চলে যায়। পরে এ ঘটনায় আমি আরও একটি অভিযোগ করি নারায়ণগঞ্জ সদর মডেল থানায়।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯