আজ সোমবার | ১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ ভাদ্র ১৪৩২ | ৮ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৪:০৭

পুলিশের সামনেই বাদীকে পিটিয়ে আহত

ডান্ডিবার্তা | ৩১ আগস্ট, ২০২৫ | ৭:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
এবার পুলিশের সামনেই বাদী ও তার আত্মীয়-স্বজনদের পিটিয়ে জখম করলেন বিবাদীগণ। গতকাল শনিবার বিকালে নাসিক ১৮নং ওয়ার্ডের তোলারাম মোড় এলাকার সুকুম বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওয়াসিম সুকুম সহ প্রায় ৫-৬ জন গুরুত্ব আহত হন। এবিষয়ে আহত ওয়াসিম সুকুম জানান, তোলারাম মোড় এলাকার সুকুম বাড়িটি আমাদের। এখানে আমরা ভাই-বোন সকলে বসবাস করি। এছাড়াও বাড়িতে অনেক ভাড়াটিয়াও রয়েছে। কিন্তু বেশ কয়েকমাস ধরে আমাদের ভাই-বোনদের মাঝে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ঝামেলা চলছে। সেই সূত্র ধরেই্ গত শুক্রবার সন্ধ্যায় আমার ভাই-বোনেরা আমার বাড়ির ভাড়াটিয়ার ঘরে হামলা ও লুটপাট চালায়। সেই সময় সেই ভাড়াটিয়া মহিলাকে মারধরও করেন। সেই মহিলা একজন ৬০ বছরের বৃদ্ধা। তার কোন ছেলে-মেয়ে নেই এবং তার স্বামীও নেই, সে আমাদের এখানে থাকে। কিন্তু তারা দল বেঁধে একজন নিরীহ বিধবা মহিলা উপর হামলা চালায়। এবিষয়ে বিধবা বৃদ্ধা নারায়ণগঞ্জ সদর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে বৃদ্ধা বলেন, আমি নুরুন নাহার, বয়স-৬০ বছর, স্বামী- মৃত আবদুল খালেক, মাতা-মৃত সাবনা খাতুন, ঠিকানা- ৪২ বি, কে রোড, তোলারাম মোড় শুকুমবাড়ী, ডাকঘরঃ নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। আপনার থানা স্বশরীরে হাজির হইয়া এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদীগণ নিজাম শুকুম (৫৫), খোকন শুকুম (৫৩) জসিম শুকুম (৪৮) কুলসুম (৫৪) সর্ব পিতা- মৃত সমশের আলী শুকুম, মাতা- মৃত সুফিয়া বেগম, ইরফান আহমেদ মিশাল (৩৩) সর্ব ঠিকানা- ৪২ বি, কে রোড, তোলারাম মোড় শুকুমবাড়ী, ডাকঘরঃ নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। গতকাল শনিবার বিকালে বিবাদীগণ সহ আরো ১৫/২০ জন অজ্ঞাত নামা লোক এসে আমাকে কিছু না বলে জোরপূর্বক আমার বাসায় অনাধিকার প্রবেশ করে লাথি দিয়ে ঘরের দরজা, মালামাল ভাংচুর করে এবং আমার সাথে থাকা স্বর্নের ৮ আটা কানের দোল ও (আমার একমাত্র সম্বল) প্রায় ৫০,১২০/-টাকা ছিলো যাহা বিবাদীগন নিয়ে যায়। তাদের আমি বাধা প্রদান করিলে উপরোক্ত বিবাদীগণ আমাকে এলোপাথারী ভাবে কিল ঘুষি, লাথি এবং দেশীয় অস্ত্র দ্বারা রক্তাত জখম করে। আমার ডাক চিৎকার শুনিয়া এলাকার লোকজন এসে আমাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করে। উপরোক্ত বিবাদীগন যাওয়ার সময় এই মর্মে হুমকি প্রদান করে যে, যদি আমি উক্ত বিবাদীগণের বিরুদ্ধে কোন প্রকার মামলা মোকদ্দমা করি তাহালে আমাকে জীবনে মেরে ফেলবে বলিয়া হুমকি প্রদান করে। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছি। আহত ওয়াসিম সুকুম আরও জানান, সেই ঘটনার সূত্র ধরেই শনিবার বিকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ৪-৫জন পুলিশ ঘটনা স্থলে যান তদন্ত করতে। সেই সময় আমি ও আমার ভাই সাথে ছিলাম। সেই সময় পুলিশ দেখে ঘটনাস্থলে বিবাদীগণ ১০-১৫জন নিয়ে আমাদের সামনে গালিগালাস শুরু করে। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে নিজাম শুকুম, খোকন শুকুম, জসিম শুকুম, কুলসুম, ইরফান আহমেদ মিশাল সহ আরও ১০-১২জন লাঠিসোটা, দেশী অস্ত্র নিয়ে এলোপাথালী ভাবে পুলিশের সামনে আমাদের উপর হামলা চালায়। পরে এলাকার লোকজন আমাদেরকে ঘটনাস্থল থেকে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য আনে। সেখানেও তাদের লোকজন আমাদের চিকিৎসায় বাঁধা প্রদান করে। পরে আমরা খানপুর হাসপাতালে চিকিৎসা নেয়, এতে আমার মাথায় ৫টি সেলাই পড়ে। সেই ঘটনায় পুলিশ কাউকে আটক না করেনই ঘটনাস্থান থেকে চলে যায়। পরে এ ঘটনায় আমি আরও একটি অভিযোগ করি নারায়ণগঞ্জ সদর মডেল থানায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা