
ডান্ডিবার্তা রিপোর্ট
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী। গতকাল শনিবার নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালায়। এতে গুরুতর আহত হন সংগঠনটির সভাপতি ভিপি নুরুল হক নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী। মহানগরী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর এই হামলা প্রমাণ করে যে দেশের বিভিন্ন বাহিনী এখনও ফ্যাসিবাদী মানসিকতা থেকে মুক্ত হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী দলীয় লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করেছিল, বর্তমানে একইভাবে তারা বিরোধী আন্দোলন দমন করছে। বিবৃতিতে অবিলম্বে জাতীয় পার্টি ও তাদের নেতাদের বিচারের আওতায় আনা এবং হামলায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এছাড়াও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশত নেতা-কর্মীদের উপর হামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, নুরুল হক নুরের ওপর যেভাবে নৃশংস কায়দায় হামলা চালানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা স্পষ্টতই অপরাধের পর্যায়ে পড়ে। গত ক্ষমতাসীন আওয়ামী শাসনামলেও আমরা দেখেছি, নৃশংস এবং বর্বরোচিত ভাবে বিরোধীমত দমন করা হয়েছে। গত ২০২৪ সালের ৫ আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিজয়ের মধ্য দিয়ে এই নৃশংসতা এবং বর্বরোচিত হামলার অবসান ঘটেছে। গণঅভ্যুত্থান পরর্বতী বাংলাদেশে এই ধরনের হামলা কোন ভাবেই সমর্থনযোগ্য নয়। এই হামলা আমরা গভীরভাবে উৎকন্ঠিত এবং আতঙ্কিত করে। এবং পরিস্কার ভাবে বলি, এই ধরনের হামলা গণঅভ্যুত্থানের আকাংক্ষার সাথে সাংঘর্ষিক। তিনি আরো বলেন, নুরুল হক নুরের উপর হামলা জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল। কেবল নূরের ওপরই নয়, এই ধরনের সহিংসতা ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করে এবং গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষার ওপরেও আঘাত করে। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। দ্রুত তদন্ত কমিটি গঠন করে হামলাকারীদের চিহ্নিত করা, পরিকল্পিতভাবে হামলার উদ্দেশ্য অনুসন্ধান করা এবং ন্যায় বিচারের ব্যবস্থা করতে হবে। কেননা ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অঙ্গিকার। এছাড়া বিএনপি নেতারাও এ ঘটনার নিন্দা জানান। এ ঘটনার নিন্দা জানান খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন। নেতারা নূরের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯