আজ সোমবার | ১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ ভাদ্র ১৪৩২ | ৮ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৪:০১

নুরুলহক নুরের উপর হামলার নিন্দায় না’গঞ্জের নেতারা

ডান্ডিবার্তা | ৩১ আগস্ট, ২০২৫ | ৭:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী। গতকাল শনিবার নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালায়। এতে গুরুতর আহত হন সংগঠনটির সভাপতি ভিপি নুরুল হক নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী। মহানগরী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর এই হামলা প্রমাণ করে যে দেশের বিভিন্ন বাহিনী এখনও ফ্যাসিবাদী মানসিকতা থেকে মুক্ত হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী দলীয় লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করেছিল, বর্তমানে একইভাবে তারা বিরোধী আন্দোলন দমন করছে। বিবৃতিতে অবিলম্বে জাতীয় পার্টি ও তাদের নেতাদের বিচারের আওতায় আনা এবং হামলায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এছাড়াও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশত নেতা-কর্মীদের উপর হামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, নুরুল হক নুরের ওপর যেভাবে নৃশংস কায়দায় হামলা চালানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা স্পষ্টতই অপরাধের পর্যায়ে পড়ে। গত ক্ষমতাসীন আওয়ামী শাসনামলেও আমরা দেখেছি, নৃশংস এবং বর্বরোচিত ভাবে বিরোধীমত দমন করা হয়েছে। গত ২০২৪ সালের ৫ আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিজয়ের মধ্য দিয়ে এই নৃশংসতা এবং বর্বরোচিত হামলার অবসান ঘটেছে। গণঅভ্যুত্থান পরর্বতী বাংলাদেশে এই ধরনের হামলা কোন ভাবেই সমর্থনযোগ্য নয়। এই হামলা আমরা গভীরভাবে উৎকন্ঠিত এবং আতঙ্কিত করে। এবং পরিস্কার ভাবে বলি, এই ধরনের হামলা গণঅভ্যুত্থানের আকাংক্ষার সাথে সাংঘর্ষিক। তিনি আরো বলেন, নুরুল হক নুরের উপর হামলা জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল। কেবল নূরের ওপরই নয়, এই ধরনের সহিংসতা ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করে এবং গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষার ওপরেও আঘাত করে। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। দ্রুত তদন্ত কমিটি গঠন করে হামলাকারীদের চিহ্নিত করা, পরিকল্পিতভাবে হামলার উদ্দেশ্য অনুসন্ধান করা এবং ন্যায় বিচারের ব্যবস্থা করতে হবে। কেননা ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অঙ্গিকার। এছাড়া বিএনপি নেতারাও এ ঘটনার নিন্দা জানান। এ ঘটনার নিন্দা জানান খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন। নেতারা নূরের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা