আজ মঙ্গলবার | ২ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ ভাদ্র ১৪৩২ | ৯ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ২:৪৬

যুবদলের নামে কেহ কেহ চাঁদাবাজি করছে

ডান্ডিবার্তা | ০২ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদল কেন্দ্রীয় সংসদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫১ বিশিষ্ট যে কমিটি দিয়েছে এর বাইরে কেউ যুবদলের নাম ব্যবহার করে ব্যানার ফেস্টুন করার অধিকার রাখে না। কারণ একটা শ্রেণীর লোক যুবদলের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার জন্য যুবদলের নামে ব্যানার ফেস্টুন লাগিয়ে চাঁদাবাজি করছে। আমি বলতে চাই চাঁদাবাজরা সাবধান হয়ে যান। অতি শীগ্রই দেশে যে আইন রয়েছে সে আইন অনুযায়ী দেশে যে প্রশাসন আছে তারা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আর আপনাদের কৃতকর্মের শাস্তি অবশ্যই আপনারা ভোগ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। গতকাল সোমবার বাদ জোহর শহরের মন্ডলপাড়াস্থ মহানগর বিএনপির কার্যালয়ে ১৬নং ওয়ার্ড যুবদলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, যারা দলে নিবেদিত কর্মী দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তারা কখনো অন্যায় কাজ করতে পারে না। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে সেই শিক্ষা দেন নাই। আমরা দলের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এবং মানুষের হৃদয়ে অবস্থান করার জন্য কাজ করি। জাতীয়তাবাদী যুবদলের কোন নেতাকর্মী যদি কোন অন্যায় অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তাদের শাস্তি অবধারিত। যারা দলের নাম বিক্রি করে অপকর্ম করতাছেন তারা সাবধান হয়ে যান ভবিষ্যৎ কিন্তু আপনাদের অপকর্মের ফল ভোগ করতে হবে। আর আমি মজিদ ভাইকে বলব আপনি সব সময় এই যুবদলের নেতাকর্মীদের পাশে থাকবেন। খোঁজখবর নিবেন এবং তাদেরকে দিকনির্দেশনা দিবেন। যাতে করে তারা সমাজের মানুষের জন্য কাজ করতে পারে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণা দিয়েছেন তা বাস্তবাদের জন্য যুবদলের নেতাকর্মীদেরকে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে ইনশাআল্লাহ আগামী দেড় বছর মাধ্যমে লাখ মানুষের কর্মস্থানে ব্যবস্থা করা হবে সেই বিষয়গুলো মানুষের কাছে উপস্থাপন করতে হবে। শুধু তাই না বিএনপি ক্ষমতায় আসলে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যাতে করে তারা স্বল্পমূল্যে খাদ্য দ্রব্য ক্রয় করতে পারে। আর তারেক রহমানের এই উদ্যোগ গুলা যুবদলের নেতাকর্মীদেরকে মানুষের কাছে গিয়ে বলতে হবে। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটির ১ম সদস্য রাফি উদ্দিন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বিএনপির প্রবীণ নেতা এম এ মজিদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, পারভেজ খান, কামরুল হাসান রনি, অদুদ ভূঁইয়া সাগর, বাদশা খান, হাবিবুর রহমান মাসুদ, শাহিন শরীফ, ফয়সাল আহমেদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ১৬নং ওয়ার্ড যুবদল নেতা কামাল হোসেন মুন্না, সাদ্দাম চিশতী তুর্জ, দাবির আহমেদ সানি, রনি হোসেন, আমজাদ হোসেন, শফিকুল ইসলাম প্রধান, শাহিন রানা, মিঠুন, শফিকুল ইসলাম বাবু প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা