
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের রাজনীতিতে সংসদীয় আসন পুনর্বিন্যাসে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশেষ করে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনে এই পরিবর্তন একদিকে যেমন বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে, অন্যদিকে তেমনি বিড়ম্বনায় ফেলেছে দীর্ঘদিন সোনারগাঁকে কেন্দ্র করে রাজনীতি করা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানকে। আসনের এই পুনর্গঠন যেন মান্নানের সামনে কঠিন সময় ডেকে এনেছে। তাই তিনি নির্বাচনী মাঠে বেকায়দায় পড়েছেন। এ পথ পারি দেয়া তার জন্য কষ্ট সাধ্য হয়ে উঠেছে। বিগত সময়ে নারায়ণগঞ্জ-৩ আসনটি কেবল সোনারগাঁ নিয়েই গঠিত ছিল। তবে ২০০৮ সালের নির্বাচনেই একবার সোনারগাঁয়ের সঙ্গে সিদ্ধিরগঞ্জ যুক্ত হয়েছিল। তখন আওয়ামী লীগের আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এমপি নির্বাচিত হয়েছিলেন। পরে সিদ্ধিরগঞ্জকে ফতুল্লার সঙ্গে যুক্ত করে দিলে সোনারগাঁও আলাদা আসন হিসেবে থেকে যায়। সেই থেকে আজহারুল ইসলাম মান্নান এই আসনকে ঘিরেই রাজনৈতিক মাঠ দখলে রেখেছিলেন। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের প্রভাব হ্রাস পাওয়ায় সোনারগাঁ পুরোপুরি চলে আসে বিএনপির নিয়ন্ত্রণে। মান্নান ও তার ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব পুরো উপজেলা জুড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। পুনর্গঠিত আসনে সিদ্ধিরগঞ্জ যুক্ত হওয়ায় পাল্টে গেছে সমীকরণ। সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন ধরেই বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনের একচ্ছত্র আধিপত্য রয়েছে। শুধু তাই নয়, নির্বাচনের আগেই তিনি সোনারগাঁয়ও সক্রিয় হয়ে উঠেছেন। ফলে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ মিলিয়ে নতুন আসনে গিয়াস এখন অনেকটা এগিয়ে গেছেন। বিপরীতে মান্নান এতদিন শুধু সোনারগাঁতেই সীমাবদ্ধ ছিলেন। হঠাৎ করেই নতুন করে সিদ্ধিরগঞ্জে প্রভাব বিস্তার করা তার জন্য সহজ কাজ নয়। এদিকে রাজনৈতিক মহলে আগে থেকেই ধারণা ছিল, সোনারগাঁয়ের সঙ্গে সিদ্ধিরগঞ্জ যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। অনেকেই বলেছিলেন, গিয়াসের সক্রিয়তা সেই সম্ভাবনাকেই ইঙ্গিত করছিল। অবশেষে সেটিই সত্যি হলো। ফলে গিয়াসকে রাজনৈতিক দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়েছে। সব মিলিয়ে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ মিলিয়ে গঠিত নতুন আসনে মান্নানের সমীকরণ হয়ে পড়েছে কঠিন। একদিকে গিয়াসের আগে থেকে থাকা প্রভাব, অন্যদিকে তার রাজনৈতিক তৎপরতা সবকিছু মিলিয়ে বিএনপির ভেতরেই এই আসনকে ঘিরে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে। ফলে আগামী জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনটি ঘিরে রাজনৈতিক নাটকীয়তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯