
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা এলাকা থেকে ১২টি ককটেলসহ এক নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে গেল। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নাজমুল হাসান সুমন ওরফে সুজন খান (২৭)। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে ঢাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে মিছিল করার পরিকল্পনা ও জনবল সরবরাহের অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে নাশকতামূলক কর্মকা- প্রতিরোধের লক্ষ্যে গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার আনুমানিক সকাল ১১টায় তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি একটি অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ডিএমপির কদমতলী থানার চেয়ারম্যানবাড়ি রসুলবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে নাজমুল হাসান সুমনকে ১২টি ককটেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন ফরিদপুর জেলার সালথা থানার আটঘর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সুমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। সে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার পরিকল্পনা, বাস্তবায়ন ও জনবল সরবরাহের মতো নাশকতামূলক কর্মকা-ে জড়িত ছিল। তার কাছ থেকে উদ্ধার হওয়া ককটেলগুলো বড় ধরনের নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে পুলিশ মনে করছে। এই ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম কদমতলী থানা, ডিএমপি কর্তৃক প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯