
ডান্ডিবার্তা রিপোর্ট
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারের ১৫০ মাসে গতকাল সোমবার নারায়ণগঞ্জ শহীদ মিনারে মোমপ্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিনের সঞ্চালনায় মোম প্রজ্বলনে সভাপতিত্ব করেন সভাপতি মনি সুপান্থ। তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবি করে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর, আইনশৃঙ্খলা বাহিনীর উপর দেশের জনগণের যে গভীর অনাস্থা তৈরি হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে গত ১৭ বছরে সংগঠিত হওয়া বিভিন্ন অপরাধ, নির্যাতন হত্যাকা-ের বিচার না হওয়া। ত্বকী হত্যার বিচার যে শেখ হাসিনা করবে না বা করতে সক্ষম না তা আমরা বহুবার বলেছি। আমরা নারায়ণগঞ্জবাসীর কাছে বার বার আহ্বান জানিয়েছি, জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সংগঠিত হবার জন্য। আমরা বার বার বলেছিলাম, শেখ হাসিনার হাতও ত্বকীর রক্তে রঞ্জিত কেননা শেখ হাসিনা ত্বকীর হত্যাকারীদের রক্ষার দায়িত্ব নিয়েছিল। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারও শেখ হাসিনার দেখানো পথে হাটছে, জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার বছর পেরিয়েছে। কিন্তু বিচার ব্যবস্থার প্রতি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে নি। বরঞ্চ দেশের মানুষের আরো বেশি অনাস্থা তৈরি করেছে। মানুষের জান মালের নিরাপত্তা তো দুরের কথা মৃত ব্যাক্তির লাশেরও নিরাপত্তা দিতে পারছে না। গত ১৩ মাস ধরে আমরা দেখছি, মসজিদ মন্দির, মাজারসহ ভিন্ন মতাবলম্বীদের শতাধিক হামলা আক্রমন, অগ্নিসংযোগ হয়েছে। সরকার কেবল নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাই নয়, অভিযুক্তদের বিচারের আওতায়ও আনতে পারে নি। এমনকি সরকারের দায়িত্বশীল উপদেষ্টা, প্রেসসচিব এসব মব ভায়োলেন্স কে জনপ্রতিরোধ বলে উস্কে দিয়েছে। যা মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতির সাথে, ২৪ এর গণঅভ্যুত্থানের সাথে অত্যন্ত সাংঘর্ষিক এবং শহীদের রক্তের সাথে প্রতারণার সামিল। আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা বরখেলাপ করেছেন। অনতিবিলম্বে ত্বকী-আশিক-চঞ্চল, মিঠু, ভুলুর হত্যাকা-ের বিচার কাজ দ্রুত শুরু করে ছাত্র জনতার অঙ্গীকার রক্ষা করুন। কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ত্বকীর পিতা রফিউর রাব্বি, ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সিপিবির সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদের সংগঠক আবু নাঈম খান বিপ্লব, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সমমনার উপদেষ্টা দুলাল সাহা প্রমুখ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯