আজ মঙ্গলবার | ৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৫ ভাদ্র ১৪৩২ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৮:০৩

অর্ন্তবর্তীকালীন সরকার জনগণের জানমাল রক্ষায় ব্যর্থ

ডান্ডিবার্তা | ০৯ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারের ১৫০ মাসে গতকাল সোমবার নারায়ণগঞ্জ শহীদ মিনারে মোমপ্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিনের সঞ্চালনায় মোম প্রজ্বলনে সভাপতিত্ব করেন সভাপতি মনি সুপান্থ। তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবি করে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর, আইনশৃঙ্খলা বাহিনীর উপর দেশের জনগণের যে গভীর অনাস্থা তৈরি হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে গত ১৭ বছরে সংগঠিত হওয়া বিভিন্ন অপরাধ, নির্যাতন হত্যাকা-ের বিচার না হওয়া। ত্বকী হত্যার বিচার যে শেখ হাসিনা করবে না বা করতে সক্ষম না তা আমরা বহুবার বলেছি। আমরা নারায়ণগঞ্জবাসীর কাছে বার বার আহ্বান জানিয়েছি, জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সংগঠিত হবার জন্য। আমরা বার বার বলেছিলাম, শেখ হাসিনার হাতও ত্বকীর রক্তে রঞ্জিত কেননা শেখ হাসিনা ত্বকীর হত্যাকারীদের রক্ষার দায়িত্ব নিয়েছিল। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারও শেখ হাসিনার দেখানো পথে হাটছে, জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার বছর পেরিয়েছে। কিন্তু বিচার ব্যবস্থার প্রতি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে নি। বরঞ্চ দেশের মানুষের আরো বেশি অনাস্থা তৈরি করেছে। মানুষের জান মালের নিরাপত্তা তো দুরের কথা মৃত ব্যাক্তির লাশেরও নিরাপত্তা দিতে পারছে না। গত ১৩ মাস ধরে আমরা দেখছি, মসজিদ মন্দির, মাজারসহ ভিন্ন মতাবলম্বীদের শতাধিক হামলা আক্রমন, অগ্নিসংযোগ হয়েছে। সরকার কেবল নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাই নয়, অভিযুক্তদের বিচারের আওতায়ও আনতে পারে নি। এমনকি সরকারের দায়িত্বশীল উপদেষ্টা, প্রেসসচিব এসব মব ভায়োলেন্স কে জনপ্রতিরোধ বলে উস্কে দিয়েছে। যা মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতির সাথে, ২৪ এর গণঅভ্যুত্থানের সাথে অত্যন্ত সাংঘর্ষিক এবং শহীদের রক্তের সাথে প্রতারণার সামিল। আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা বরখেলাপ করেছেন। অনতিবিলম্বে ত্বকী-আশিক-চঞ্চল, মিঠু, ভুলুর হত্যাকা-ের বিচার কাজ দ্রুত শুরু করে ছাত্র জনতার অঙ্গীকার রক্ষা করুন। কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ত্বকীর পিতা রফিউর রাব্বি, ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সিপিবির সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদের সংগঠক আবু নাঈম খান বিপ্লব, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সমমনার উপদেষ্টা দুলাল সাহা প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা