
ডান্ডিবার্তা রিপোর্ট
সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় শিল্পনগরী নারায়ণগঞ্জের নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। নিজেকে দলের কাছে যোগ্য প্রার্থী এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণে গণসংযোগ, কর্মিসভাসহ নানা কার্যক্রম চালাচ্ছেন সম্ভাব্য এই প্রার্থীরা। নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় তাদের ছবি সম্বলিত পোস্টার, ফেস্টুন-ব্যানার শোভা পাচ্ছে। পাঁচটি আসনের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন হলো সদর ও বন্দর নিয়ে নারায়ণগঞ্জ-৫। শীতলক্ষ্যা নদীর দু’পাড়ের বাসিন্দারা ভোটার। আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলোর একক প্রার্থী ঘোষিত হলেও বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন যুদ্ধে সরব হয়েছেন। এদিকে, বিএনপি থেকে মনোনয়ন যুদ্ধে সরব রয়েছেন ৫ জন। তারা হলেন- সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, শিল্পপতি মাসুদুজ্জামান, শিল্পপতি প্রাইম বাবুল, লন্ডনের নর্থামব্রিয়া ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান প্রফেসর আলিয়ার হোসেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। অন্যান্য রাজনৈতিক দলের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন- জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগরের সাধারণ সম্পাদক ডা. আল-আমিন রাকিব, ইসলামী ঐক্যজোটের মহানগরের সভাপতি মুফতি জাকির হোসেন কাশেমী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মাকসুদ হোসেন। এ ছাড়া সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংহতি আন্দোলনের তরিকুল ইসলাম সুজন ও জাতীয় নাগরিক পার্টির আহমেদুর রহমান তনুর নামও শোনা যাচ্ছে। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই এ আসনে বিএনপি ও জাতীয় পার্টি প্রায় সমানভাবেই নেতৃত্ব দিয়ে আসছে। তবে বেশির ভাগ সময়ে নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্যরা দায়িত্ব পালন করেছেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর ওসমান পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ-৫ আসনে প্রায় তিনবার সংসদ সদস্য ছিলেন এডভোকেট আবুল কালাম। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপি’র দলীয় মনোনয়নপ্রত্যাশী। তিনি বলেন, নেতাকর্মীদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। দলের কাছে মনোনয়ন চাইবো। আশা করছি, দল আমাকে পূর্বের মতো এবারো মূল্যায়ন করবে। মহানগর আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৬ সালের সিটি করপোরেশন নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতিতে আছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল খেটেছি, ছেলেকে অপহরণ করা হয়েছে। শিল্পপতি মাসুদুজ্জামান বলেন, গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর এই আসনের জনগণ এবং তারুণ্যের আইডিয়ার সমন্বয়ে আমরা একটি নতুন নারায়ণগঞ্জের স্বপ্ন দেখছি। এ কারণেই নির্বাচন করার জন্য মাঠে নামা। প্রাইম বাবুল বলেন, বিএনপির কর্মীদের দু:খ লাঘবে এবং জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়নের জন্য আমি মনোনয়ন চাইব। মহানগর সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপি’র রাজনীতি করছি। ফ্যাসিস্ট হাসিনার ১৬ বছরের শাসনামলে দল আমাকে যেভাবে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালন করেছি। রাজপথ থেকে গ্রেপ্তার হয়েছি। জেল খেটেছি। নির্যাতিত হিসেবে আমি মনোনয়ন চাইবো। প্রফেসর আলিয়ার হোসেন বলেন, টেকসই, স্মার্ট ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচন করার জন্য মাঠে নেমেছি। তবে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবো। জামায়াত নেতা মাওলানা মাঈনুদ্দিন আহমেদ বলেন, নারায়ণগঞ্জের মানুষের কাছে আমরা নির্বাচনের কথা বলতে শুরু করেছি। মানুষ অনেক দিন ধরে ভোট না দিতে না দিতে ভোটের অভ্যাস নষ্ট হয়ে গেছে। মানুষ যাতে ভোট দিতে আসেন তাদের মাঝে আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করছি। আর মানুষের কাছে যখন যাচ্ছি তখন মনে হচ্ছে মানুষও ভোট দিতে আগ্রহী। ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী নির্বাচনের জন্য দল থেকে আমাকে মনোনীত করা হয়েছে। তাই আমি প্রচার-প্রচারণা চালাচ্ছি। এর বাইরে মাকসুদ হোসেন নামে একজন স্বতন্ত্রভাবে আলোচনায় রয়েছেন। সবশেষ উপজেলা নির্বাচনে ওসমান পরিবারের চরম বিরোধিতার মুখে তিনি বন্দর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনবার মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি বলেন, জনগণের ইচ্ছায় আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কাজ করছি। প্রতিদিনই বিভিন্ন এলাকায় নির্বাচনী কার্যক্রম চালাচ্ছি। সংসদ নির্বাচনেও ভোটাররা আমার পাশে থাকবে, ইনশাআল্লাহ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯