আজ বুধবার | ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ ভাদ্র ১৪৩২ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৭ | সন্ধ্যা ৬:০৬
শিরোনাম:
মান্নানের ডেরায় গিয়াসের হানা    ♦     শহীদ তিতুমীর স্কুলের সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির ঘটনায় ক্ষোভ    ♦     সোনারগাঁ আসন বিন্যাসে রাজনৈতিক নেতাদের মধ্যে অসন্তেুাষ    ♦     নারায়ণগঞ্জ থেকে পুরান ঢাকায় যাবে মেট্রোরেল    ♦     মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বন্দরে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ    ♦     টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা    ♦     বারটি ককটেলসহ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার    ♦     সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা    ♦     অসুস্থ স্বামীকে হাসপাতালে রেখে স্ত্রীর পলায়ন    ♦     সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসার মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে    ♦    

সিদ্ধিরগঞ্জে বিএনপি’র নামে চাঁদাবাজ চক্র সক্রিয়

ডান্ডিবার্তা | ১০ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড মিজমিজি ক্যানেলপাড়, বাতেনপাড়া, তালতলা ক্লাব এলাকায় বিএনপি’র পরিচয়ে থানা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এম এ হালিম জুলেয়ের ভাতিজা কাইল্লা জাকির, বিএনপি নেতা আবদুল হাই রাজুর ভাই পরিচয়রদানকারী নুরুদ্দিন ওরফে জেনস, পারভেজ ও বিল্লালেরর চাদাঁবাজি ও মাদক ব্যাবসার কারনে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর কাইল্লা জাকির ও নুরুদ্দিন বাহিনীর সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে এলাকার ইন্টারনেট, ডিস ও সিটি কর্পোরেশনের ময়লার বানিজ্য নিজেদের নিয়ন্ত্রনে নিতে ব্যাবসায়ীদের ধরে এন মারধর করে লাখ টাকা চাদাঁ আদায় এবং এলাকায় কেউ নতুন বাড়ি ঘর করলে তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা দিয়ে লাখ লাখ টাকা চাদাঁবাজির অভিযোগ পাওয়া গেছে। তাদের অত্যাচারে অত্র এলাকায় কেউ চাদাঁ না দিয়ে কোন ব্যাবসা বানিজ্য করতে পারছেনা। তাদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করলেও রাতের আধারে তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে শায়েস্তা করে ফেলে যার কারনে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ টুকু করার ও সাহস পাচ্ছে না। মিজমিজি ১নং ওয়ার্ডে বর্তমানে শীর্ষ চাঁদাবাজ নূরউদ্দিন, কাইল্লা জাকিরের পালিত সন্ত্রাসীদের অত‍্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ বাসা বাড়ীর গ‍্যাস লাইন কেটে কেটে চাদাঁ দাবি করছে তাদের অত্যাচারে মানুষ শান্তিতে বাড়ি ঘর নির্মাণ করতে পারতেছে না,জোর করে লাইট কেটে রেট বেশি দিয়ে মালামাল সাপ্লাই দিচ্ছে বলেও একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে অত্র এলাকার একাধিক মাদক ব্যাবসায়ী গ্রেফতার হলেও রাজনৈতিক ছত্র-ছায়ায়র কারনে এখনো ধরা ছোয়ার বাহিরে থেকে রীতিমতো মাদক ব্যাবসা পরিচালনা করছে কাইল্লা জাকির, বিএনপি নেতা আবদুল হাই রাজুর ভাই পরিচয়রদানকারী নুরুদ্দিন ওরফে জেনস, পারভেজ ও বিল্লালেরর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে কিশোরগ্যাং, মাদক ব্যাবসা ও চাদাঁবাজির একাধিক সংবাদ স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হলেও এখনো টনক নড়েনি থানা পুলিশের। স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে চলছে তাদের মাদক ব্যাবসা ও চাদাঁবাজি। স্থানীয়দের অভিযোগ, কাইল্লা জাকির ও নুরুদ্দিন বাহিনী বিভিন্ন সময় স্থানীয় বিএনপি নেতাদের নাম বিক্রি করে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করে চাদাঁ দাবি করে এবং অনেক অপরাধের সাথে জড়িত। মিজমিজি ক্যানেল পাড় ব্রিজের ওপরে বাতেন পাড়া এলাকায় তারা কিশোর গ্যাং নিয়ে প্রতিনিয়ত মহড়া এবং আড্ডায় মেতে ওঠে সাধারণ জনগণকে আতঙ্কে রাখে। প্রশাসনের এমন নীরবতার কারণেই বেড়ে উঠেছে দিন দিন অপরাধের রাজ্য। তবে নাম প্রকাশ না করায় এক ভুক্তভোগী জানান, যদি তাদের মাদক ব্যবসায় কেউ বন্ধ করতে বাধা দেয় তার বিরুদ্ধে চলে বিভিন্ন নানা ষড়যন্ত্র। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, বিএনপি কোন সন্ত্রাসী চাদাঁবাজদের দল না । বিএনপি’র নাম বিক্রি করে কেউ কোন সন্ত্রাসী কর্মকান্ড করলে তাদের আইনের হাতে তুলে দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। সাদরিল আরো বলেন, আমি এবং আমার পরিবারের নাম বিক্রি করে কেউ যদি কোন চাদাঁবাজি, মাদক ব্যাবসা ও সন্ত্রাসী কর্মকান্ড করে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, বিএনপি পরিচয়ে যদি কেউ চাদাঁবাজি ও মাদক ব্যবসাসহ কোন অপরাধের সাথে জড়িত থাকে কিংবা কোন সাধারণ মানুষকে হয়রানি করেন তাহলে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা