আজ বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৪:৫৩

সিদ্ধিরগঞ্জে ৮ মাসে ৩৪১ মামলা

ডান্ডিবার্তা | ১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জ থানায় জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন অপরাধে ৩৪১টি মামলা দায়ের হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে সিদ্ধিরগঞ্জ পুলিশ তৎপর রয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, গত ৮ মাসে বিভিন্ন অপরাধে মোট ৩৪১ টি মামলা দায়ের হয়েছে। গত ৮ মাসে নিয়মিত মামলায় ৫০৭ জন, ওয়ারেন্ট ভুক্ত ৫৬৬ জনকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বিশেষ করে মাদকের ১২৩টি মামলায় আসামি গ্রেফতার ও মাদক উদ্ধার হয়েছে। অন্যান্য মামলাগুলি হল, খুন, ডাকাতি, দ্রুত বিচার, অস্ত্র মামলা, দস্যুতা, অপহরণ, চাঁদা দাবি, বৈষম্য বিরোধী হত্যা মামলা, ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি, সড়ক দুর্ঘটনা। মোট ৩৪১ টি মামলা মধ্যে সিএএ। ২৮৯ এবং এফআরটি ২৭ মামলা নিষ্পত্তি হয়েছে। সিদ্ধিগঞ্জ থানার ওসি শাহীনুর আলম আরও বলেন, আমার থানা পুলিশ পাড়া মহল্লার সাধারণ জনগনের জানমালের নিরাপত্তা দিতে সর্বদাই প্রস্তুত রয়েছে। পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের শ্রদ্ধেয় নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আমরা নির্বিকভাবে কাজ করে যাচ্ছি। অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান ওসি শাহিনুর আলম। এলাকাবাসী জানায়, নিয়মিত পুলিশের টহল থাকায় অপরাধীদের আনাগোনা কমেছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ যোগদান করার পর তার পুলিশি তৎপরতার কারণে এলাকার মানুষ নির্বিঘেœ জীবনযাপন করতে পারছে। আমরা এলাকাবাসী আশা করি সামনের দিনগুলিতে অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা আরও কঠোর হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা