
ডান্ডিবার্তা রিপোর্ট
সম্প্রতি নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যে ছবিতে একটি ব্যাটারিচালিত গাড়িতে তাকে দেখা যায়। ওই ছবির সত্যতা এখনো কেহ নিশ্চিত হতে পারেনি। তবে ওই ছবি এবং শামীম ওসমানকে নিয়ে আলোচনা করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার দাবি, ভাইরাল হওয়া ছবিটি আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের। এটি দুবাইয়ের কোনো একটি রিসোর্টে হবে বলে ধারণা করেছেন গোলাম মাওলা রনি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে পলাতক শামীম ওসমান ও তার পরিবার। তার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ আছে। ইতিমধ্যে তার নামে থাকা পূর্বাচলের প্লট ও উত্তরায় ৯ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে শামীম ওসমান ও তার পরিবারের নামে থাকা ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। আসলে হাজার হাজার কোটি টাকা শামীম ওসমান নিয়েছেন কি না, সেটি রাষ্ট্রীয় তদন্ত সংস্থার বিষয় জানিয়ে গোলাম মাওলা রনি তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন, এটা আওয়ামী লীগের লোকজন খুব ভালো জানেন। তিনি অসাধারণ বক্তব্য দেন। নারায়ণগঞ্জে তার যথেষ্ট প্রভাব এবং প্রতিপত্তি ছিল এবং এখনো আছে।’ রাজনীতিতে শামীম ওসমান পরিবারের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে রনি বলেন, ‘চার জেনারেশন ধরে কন্টিনিউয়াসলি একটা এলাকার বা একটা জেলার সম্পূর্ণ রাজনীতি তারা নিয়ন্ত্রণ করতে পারতেন না। কিন্তু আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে তাকে (শামীম ওসমান) ওইভাবে মূল্যায়ন করেছে বলে আমাকে আমার কাছে মনে হয়নি। তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা তাকে মন্ত্রী হওয়ার জন্য বলেছেন, তিনি মন্ত্রী হননি। এটা বেসিক্যালি নিজেকে সান্ত¡না দেওয়ার জন্য। কিন্তু আওয়ামী লীগ আসলে তাকে মন্ত্রী বানায়নি।’ শামীম ওসমানের ভাইরাল ছবিসহ বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে। অনেকে আলোচনা-সমালোচনা করছেন। এগুলো করতে গিয়ে সবাই মূলত আওয়ামী লীগের ব্র্যান্ডিং করছেন বলে মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘ঢাকা শহরে আমরা যে শামীম ওসমানকে হিরো অব দ্য হিরো বানাচ্ছি। এটা বলে তো আসলে তাকে ব্র্যান্ডিং করছি। দ্বিতীয়ত আওয়ামী লীগের ব্র্যান্ডিং করছি। শামীম ওসমানের নাম এলেই আওয়ামী লীগের নাম আসবে।’ রনি আরো বলেন, ‘আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সময়টিতে হঠাৎ করে যেভাবে শামীম ওসমান সামনে চলে আসছেন, হঠাৎ করে আওয়ামী লীগ যেভাবে সামনে চলে আসছে। একটার পর একটা মিছিল হচ্ছে, ডাকসু নির্বাচনে শামীম ওসমান ওটা বলেছেন, ঢাকার অমুক জায়গাতে শামীম ওসমান মিছিল করেছেন—এই কথাগুলো বলে মূলত আওয়ামী লীগের ব্র্যান্ডিং আমরা করার চেষ্টা করছি। আমরা চেষ্টা না করলেও ব্র্যান্ডিংগুলো হয়ে যাচ্ছে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯