
ডান্ডিবার্তা রিপোর্ট
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “যারা অহত হয়েছেন তাদের সকলের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যে ক্ষয়-ক্ষতির অভিযোগ রয়েছে সেই বিষয়েও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এবং সেই কমিটির তদন্তের মাধ্যমে ক্ষতিপূরণ ও ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল বুধবার বিকেলে শিক্ষার্থী ও ইজিবাইক চালকদের পাল্টাপাল্টি হামলার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উভয়পক্ষ ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “কোন তৃতীয়পক্ষের ইঙ্গিতে চাষাঢ়া মোড় থেকে এখানে (ডিসি অফিস) এসে রাস্তা বন্ধ করতে হলো, আমরা এটি খতিয়ে দেখবো। কেন এই ঘটনা ঘটানো হলো তাও বের করা হবে। এবং কেন ১১টার ঘটনা আমাদেরকে অবগত না করে রাস্তা বন্ধ করে দেওয়া হলো, এটি তদন্তের মাধ্যমে বের করবে আইন-শৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের ছাত্র ভাইয়েরা স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আজকে এ ধরনের হাতাহাতি হতে পারে আমাদের ধারণা ছিল না। ছাত্র ভাইদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আমাদের যে, জনবল রয়েছে সেই জনবল দিয়ে এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। সেজন্য আপনাদের সহযোগিতা নেওয়া হচ্ছে। আপনি দায়িত্বের জায়গা থেকে যতটুকু প্রয়োজন করবেন। কিন্তু গাড়ির গ্লাস ভাঙ্গা বা কারও গায়ে হাত দিবেন না। স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন এটা আপনাদের সঙ্গে যায় না। ডিসি আরও বলেন, “আমরা আপনাদের জন্য দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং পরিচয়পত্র প্রদান করা হবে। তবে মনে রাখতে হবে যে রিকশা, সিএনজি ও অটো চালকেরাও মানুষ। তাদের সাথে কোন খারাপ আচরণ করা যাবে না। এবং আপনারা আইন হাতে তুলে নিবেন না। ইজিবাইক চালকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা কখনও আপনাদের ওপর কঠোর হইনি, এবং হতেও চাই না। আপনারা দেশের নাগরিক, বৈধভাবে থাকবেন। কিন্তু আমাদের শহর ও সকল মানুষের স্বার্থে আমরা যে আইন করেছি সেটি আপনাদেরকে মানতে হবে। আপনারা কেউ আইনের ঊর্ধ্বে না। এবং আমরা আগে যেভাবে সিদ্ধান্ত দিয়েছিলাম, সেখানে সাইনবোর্ড দিয়ে দেওয়া হবে। এবং এর বাহিরে কেউ যেতে পারবেন না। জেলা প্রশাসক আরও বলেন, “কিছু হলে আপনারা ১০ থেকে ২০ জন জড়ো হয়ে একজনের ওপর আঘাত করবেন, এবং আর এক গ্রুপ আপনাদের ওপর আঘাত করবে। এসব বন্ধ করতে হবে। এবং অভিযোগ উঠেছে যে, অটোতে দেশীয় অস্ত্র থাকে, এটি আর শুনতে চাই না। গাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুবুল আলম, সেনাবাহিনীর মেজর আয়াজ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাইমা ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু, গোলাম সারোয়ার ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নিরব রায়হান, সাবেক সদস্য সচিব জাবেদ আলম, মহানগরের সাবেক আহ্বায়ক মাহফুজ খান প্রমুখ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯