আজ বুধবার | ১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২ | ৮ রবিউস সানি ১৪৪৭ | সকাল ১১:০৭

মান্নানকে ঠেকাতে সিদ্ধিরগঞ্জে নয়া বলয়

ডান্ডিবার্তা | ২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নিজের মনোনয়ন পাওয়ার আশা যখন ক্ষীণ। নিজের রাজনীতির আকাশে যখন ঘনঘটা অন্ধকার। তখন খুড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন গিয়াসউদ্দীন। কখনো ঘা ভাসাচ্ছেন শিল্পপতি মাসুদুজ্জামানের পালে, নারায়ণগঞ্জ-৪ আসন যখন হাতছাড়া তখন মান্নানকে ঠেকাতে নিজ এলাকা সিদ্ধিরগঞ্জের রাজনীতির মাঠ ছেড়ে দিয়েছেন গিয়াসউদ্দীন। ওদিকে এসএম ওয়ালিউর রহমান আপেল নিজেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বন্ধু পরিচয়ে দাবিয়ে বেড়ানোর চেষ্টা করছেন। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশি হিসেবে নিজেকে জাহির করে চলেছেন। সেই কর্মীশূণ্য আনকোরা আনাড়ি ব্যক্তি আপেলের উপর ভর করলেন গিয়াস! নেতাকর্মীরা বলছেন, বিএনপির রাজনীতিতে কিংবা আন্দোলন সংগ্রামে কিঞ্চিত ওয়ালিউর রহমান আপেলের কোনো ভুমিকা না থাকলেও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি তিনি। এদিকে এই আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন যখন অনেকাংশে নিশ্চিত এবং জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীন যখন মান্নানের সঙ্গেও কুলিয়ে ওঠতে পারছেন না, তখন সেই আপেলের উপর ভর করে মান্নানের মনোনয়ন ঠেকানোর মত দুর্বল মিশনে নেমেছেন গিয়াসউদ্দীন। তারই অংশ হিসেবে নিজেকে জলাঞ্জলি দিয়ে আপেলকে সিদ্ধিরগঞ্জের রাজনীতির মাঠে নামিয়েছেন গিয়াস। জানাগেল, গত শুক্রবার বিকেলে ওয়ালিউর রহমান আপেল সিদ্ধিরগঞ্জে এসে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির গিয়াস অনুগামী নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেছেন। এর আগে আপেলকে স্বাগত জানিয়ে তাকে নিয়ে লিফলেট বিতরণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা, যারা মুলত সকলেই জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীনের অনুগামী হিসেবে পরিচিত। তবে গত শুক্রবার সোনারগাঁও পৌর এলাকায় এক নির্বাচনী আলোচনা সভায় মুহাম্মদ গিয়াসউদ্দীন জানিয়েছেন এই আসন থেকে তিনিও ধানের শীষ প্রতীকে মনোনয়ন চাইবেন। সেটা নিছক ঘোষণার ঘোষণা সেটাই প্রমাণ করলো যখন সিদ্ধিরগঞ্জে আপেলকে মাঠে নামালেন গিয়াস। একই দিন ওয়ালিউর রহমান আপেল সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে আসলে সেখানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম স্বাধীন, ডিএইচ বাবুল, থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ শরীফ হোসেন সহ অন্যান্য গিয়াস অনুগামী নেতাকর্মীরা গিয়াসউদ্দীনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং একই সঙ্গে থানা বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা আপেলকে নিয়ে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা