
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতা হিসেবে পরিচিত কিশোর গ্যাং প্রধান কাদিরের বিরুদ্ধে মাদক কারবারসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা বলছেন, সিদ্ধিরগঞ্জের সি.আইখোলা নাসিক ১নম্বর ওয়ার্ডে ছাত্রদল নেতা কাদিরকে চাঁদা না দিয়ে কেউ নির্মাণকাজ করতে পারেন না। ওই ছাত্রদল নেতার রয়েছে নিজস্ব বাহিনী। ওই বাহিনী ভিতরে রয়েছে কিশোর গ্যাং, মাদক কারবারি সিন্ডিকেট, চাঁদাবাজি সিন্ডিকেট, ভূমিদস্যুতা সিন্ডিকেট, ছিনতাইকারী সিন্ডিকেট, চোর সিন্ডিকেট। এই সিন্ডিকেট দিয়ে হিরাঝিল, সিআইখোলা, পাইনাদী নতুন মহল্লাসহ বিভিন্ন এলাকা নিয়ন্ত্রন করে ছাত্রদল নেতা কাদির। চাঁদাবাজির জন্য অভিযুক্ত কাদির বিভিন্ন লোক দ্বারা আপমান আপদস্ত হয়েছে। হিরাঝিল মসজিদ গলির মাথায় সি.অইখোলা এলাকায় এক প্রাবাসীর জায়গা দখল করে সেখানে দোকানপাট ও নিজস্ব অফিসঘর করেছেন তিনি। ওই অফিসঘর থেকে পরিচালনা করছে কিশোর গ্যাং। গ্যাং সদস্যরা সেখান থেকে এলাকার মাদক কারবার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন। মাদক ও কিশোর গ্যাংয়ের সদস্য শাহিন ওরফে মালই শাহিন, জিহাদ, রানা, চিহ্নত মাদক কারবারি আহাদ এর বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। সম্প্রতি একটি জমি দখলের ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় এক বিএনপি নেতাকে লাঞ্ছিত করে। কাদির বাহিনীর সন্ত্রাসী কর্মকা- থেকে রক্ষা পেতে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একাধিকবার লিখিত অভিযোগও করেছেন। বিগত দিনে এই ছাত্রদল নেতা কাদিরকে এলাকায় কখনো দেখে নাই এলাকাবাসী। গত ৫ই আগষ্টের পর থেকে কোথা থেকে উদয় হয়েছে এই নামধারী কথিত ছাত্রদল নেতা কাদির গং। এমন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে এলাকাবাসীর কাছে। এই ছাত্রদল নেতা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে প্রতিনিয়ত। ছাত্রদলের নাম ভাঙ্গীয়ে ডিএনডি খাল দখল করে মাছ চাষ এবং সাপ্তহাকি অবৈধ মেলা বসানো সহ নানা অভিযোগে অভিযুক্ত নামধারি ছাত্রদল নেতা খাটো কাদির বিরুদ্ধে। ছাত্রদল নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত রয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ, এলাকায় কেউ বাড়িঘরের নির্মাণকাজ শুরু করলেই কাদির, শাহিন, জিহাদ, রানা, আহাদ দলবল নিয়ে গিয়ে নির্মাণসামগ্রী সরবরাহের দাবি জানায়। কেউ তাকে নির্মাণসামগ্রীর কার্যাদেশ না দিলে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। আবার কার্যাদেশ পেলে বাড়তি দামে নির্মাণসামগ্রী সরবরাহ করা হয়। এ রকম বিভিন্ন ঘটনায় এলাকাবাসী এই কিশোর গ্যাং সদস্যদের কাছে জিম্মি হয়ে পড়েছেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
« সেপ্টেম্বর | নভেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯