আজ বুধবার | ১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২ | ৮ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ২:৪০

ফতুল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ডান্ডিবার্তা | ০১ অক্টোবর, ২০২৫ | ৯:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার কাশীপুর ইউনিয়নের একটি এলাকার নাম পরিবর্তনের চেষ্টার অভিযোগ তোলা সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে এবার এলাকাবাসীর একাংশ ঝাড়ু মিছিল করেছে। গতকাল মঙ্গলবার বেলা এগারোটায় ইউনিয়নের চর কাশীপুর এলাকার কামালবাজারে মানববন্ধন করেন তারা। পরে তারা হাতে ঝাড়ু নিয়ে স্থানীয় ছাত্রদল নেতা সাইদুর রহমানের বিরুদ্ধে মিছিল করেন। সাইদুর মহানগর ছাত্রদলের সহসভাপতি ও সরকারি তোলারাম কলেজ শাখারও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গত ২৫ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা আলমগীর এলাকায় প্রভাব বিস্তার করতে তার লোকজনকে নিয়ে নরসিংপুর আদর্শনগর এলাকার নাম পরিবর্তন করে চর কাশীপুরের সঙ্গে যুক্ত করতে চান। এর প্রতিবাদ করায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হয় বলেও অভিযোগ ছিল তার। এদিকে, পাল্টা অভিযোগ তুলে তার বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ান কয়েকজন এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, সাইদুর রহমান ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে আওয়ামী লীগের দোসর ছিলেন এবং সরকার দলীয় নানা সুযোগ সুবিধা ভোগ করেছেন। সরকার পতনের পর থেকে তিনি রাতারাতি বিএনপির রাজনীতির পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেন। সাইদুর মূলত একজন ভূমিদস্যু ও চিহ্নিত প্রতারক। নিজের আধিপত্য ধরে রাখার জন্য চর কাশীপুর এলাকার নাম পরিবর্তন করে অন্য নাম রাখতে অপচেষ্টা করছেন। জাতীয় পরিচয়পত্র, দলিলদস্তাবেজ ও ইউনিয়ন পরিষদের খাতাপত্রে এলাকাটি চর কাশীপুর হিসেবে লিপিবদ্ধ হলেও সাইদুর হঠাৎ করে এলাকাটির নাম পরিবর্তন করতে নানাভাবে অপচেষ্টা করছে। এলাকাবাসীর আরও অভিযোগ, এলাকার নাম পরিবর্তনের হীন ষড়যন্ত্রের সঙ্গে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগাতে সাইদুর মসজিদকেও ব্যবহার করছে। তবে তার এই ষড়যন্ত্র এলাকাবাসী কোনোভাবেই বাস্তবায়ন করতে দেবে না বলে হুঁশিয়ারি দেন তারা। এলাকাবাসী দাবি করেন, এই এলাকার নাম চর কাশীপুর ছিল। এখন পর্যন্ত কাগজে কলমে এই নামেই আছে এবং এই নামই বহাল থাকবে। সাইদুর গংয়ের এই ষড়যন্ত্র যে কোন মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন এলাকাবাসী। একই সঙ্গে সাইদুরকে এলাকা থেকে অবাঞ্চিতও ঘোষণা করেন তারা। মানববন্ধনে চর কাশীপুর এলাকার জামাল মাদবর, জাহেদ হালদার, আল আমিন মাদবর, বিল্লাল মাদবর, দেলোয়ার হোসেন মাদবর, গিয়াস উদ্দিন, আবুল বাশার, আক্তার হোসেন, তালেব আলী মাদবর, নাসিরউদ্দিন পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযুক্ত সাইদুর রহমান কাশীপুর ইউনিয়নের নরসিংপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে। সাইদুরের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় আসামি হওয়া সত্ত্বেও সাইদুর প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং নানা অপতৎপরতা করছে বলেও মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন। এ বিষয় সাবেক ছাত্রদল নেতা সাইদুর রহমান বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং আমার রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন করতে এলাকার স্বার্থান্বেষী কিছু ব্যক্তির ইন্ধনে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি আওয়ামী লীগের দোসর ছিলাম এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং আওয়ামী লীগের আমলে আমি ছাত্রদলের রাজনীতি করে ২০০৮ সাল থেকে দীর্ঘ ১৬ বছর নির্যাতিত হয়েছি। ১৭ টি মামলায় আসামি হয়ে জেল খেটেছি। হামলা ও মারধরের শিকার হয়েছি।” ছাত্রদলের সাবেক এই নেতা আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর আমরা ছাত্রদল, যুবদল ও মূল দলের নেতাকর্মীরা মিলে এলাকা গুছানোর কাজ শুরু করি। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিই। এ কারণে আমি সেই স্বার্থান্বেষী মহলের শত্রুতে পরিণত হয়েছি। তারা আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা