
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে সকল দলের নেতারা ইতিমধে ভোট যুদ্ধে নামলেও কেন্দ্রীয় ভাবে এখনো চুড়ান্ত নির্দেশনা আসেনি। তবে সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছেন। সকর ধলের প্রার্থীদের মধ্যে ভোটের প্রস্তুতিও থেমে নেই। ভোটযুদ্ধে অংশ নিতে মাঠ গোছানোর যুদ্ধে নেমেছে রাজনৈতিক দলগুলো। তবে অতীতের অভিজ্ঞতার আলোকে এবার এককভাবে নয়; জোটবদ্ধ হয়ে ভোটে অবতীর্ণ হতে চায় তারা। না হয় আসন সমঝোতা করে ভোটে অংশ নিতে পারে। আগে চারদলীয় জোটভুক্ত থাকলেও এসব ইস্যুতে বিএনপি ও জামায়াতে ইসলামী এখন দুই মেরুতে। রাজনৈতিকমহল মনে করছেন, ফ্যাসিবাদবিরোধী দলগুলোর নেতারা মুখে যা-ই বলুক, এখন কিন্তু তারা নির্বাচনি মাঠে নেমে পড়েছেন। তাই জুলাই সনদ ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে, তা দ্রুতই সমাধান হবে-এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গণ-অভ্যুত্থানের প্রধান তিন স্টেকহোল্ডার এক ধরনের সমঝোতার পথেই হাঁটছে। এদিকে ‘জোট গঠন’ বা ‘আসন সমঝোতা’ নিয়েও পর্দার আড়ালে আলোচনা চলছে। পৃথক জোট গঠন নিয়ে বেশি তৎপর বিএনপি, জামায়াত ও এনসিপি। এর বাইরে বাম, ডান ও ইসলামি দলগুলো আরও পৃথক দুটি জোট গঠনে কাজ করছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। এদিকে একটি সূত্র জানিয়েছে, জুলাই সনদসহ কিছু ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধকে গুরুত্ব দিয়ে তা সমাধানের চেষ্টা করছেন পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকরাও। এ নিয়ে দুটি দলের সঙ্গে তারা যোগাযোগও অব্যাহত রেখেছেন। ফেব্রুয়ারিতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কূটনীতিকরাও। এ ব্যাপারে বিএনপি, জামায়াত, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করে ইতোমধ্যে তাদের অবস্থান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসাবে নিউইয়র্কে অবস্থান করছেন বিএনপি, জামায়াত ও এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা। নির্বাচনকে সামনে রেখে তাদের এ সফর নিয়ে নানা গুঞ্জন রয়েছে। দলগুলোর মধ্যে আস্থার সংকট দূর করতে নেতাদের সফরসঙ্গী করা হতে পারে। তবে অনেকেই বলছেন, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে যতটুকু মতবিরোধ আছে, সেখানে এর সমাধান হতে পারে। আনুষ্ঠানিকভাবে কিছু না জানা গেলেও দেশে ফিরলে তাদের কর্মকা- পর্যবেক্ষণ করলেই তা বোঝা যাবে। দেশ কোনো অস্থিতিশীল পথে যাক, তা এখন আর জনগণ চায় না। তাই রাজনৈতিক দলগুলোর উচিত রাজপথে নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা। এদিকে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ছোট রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে কাছে টানার চেষ্টা করছে বড় দলগুলো। এজন্য কয়েকটি জোট বা পক্ষ আলাদা কাজ করছে। এসব জোট বা পক্ষের অবস্থানও ভিন্ন ভিন্ন। আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করার সময়ের রাজনৈতিক সঙ্গীদের বিএনপি এখনো সুসম্পর্কের মাধ্যমে ধরে রেখেছে। নির্বাচন সামনে রেখে পুরোনো সঙ্গীদের বাইরেও কিছু দলের সঙ্গে যোগাযোগ করছে বিএনপি। সর্বশেষ দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়টি আলোচনায় ওঠে। সবকিছু ঠিক থাকলে মিত্রদের কতটি আসন ছাড় দেওয়া হবে তা অক্টোবরেই চূড়ান্ত করার কথা রয়েছে বিএনপির। অন্যদিকে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন করা জামায়াতে ইসলামী নতুন ফ্রন্ট বা নির্বাচনি সমঝোতা করতে কাজ করছে। এর বাইরে বাম ও মধ্যম ধারার আরও কয়েকটি দল তৃতীয় একটি জোট গঠনের চেষ্টা করছে। বাম ও ইসলামি ধারার কয়েকটি দল আবার পৃথক জোট গঠনে অনেক দূর এগিয়েছে। এই জোট গড়ার চেষ্টায় ভোটের রাজনীতিতে নতুন হিসাবনিকাশও শুরু হয়েছে। অন্যদিকে ভোটের জোটে নতুন আলোচনা শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়টি। এ নিয়ে দুই দলের নেতারা অনানুষ্ঠানিক আলোচনাও করেছেন। তবে একীভূত হলে দলের নাম কী হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া বড় পদ নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। ওদিকে নতুন জোট গঠন নিয়ে আলোচনা করেছে গণতন্ত্র মঞ্চ ও জাতীয় নাগরিক পার্টিসহ নয়টি রাজনৈতিক দল। জোট গঠনের এ উদ্যোগে রয়েছে এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চের ছয় শরিক-জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টি। তারা ইতোমধ্যে নিজেদের মধ্যে বৈঠকও করেছে। যদিও এর মধ্যে দুটি দলের শীর্ষ নেতা যুগান্তরকে বলেন, তারা জোট গঠন নয়, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে অন্যান্য দলের সঙ্গে কথা বলছেন। একটি সমঝোতায় পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে ফ্যাসিবাদবিরোধী বিএনপিসহ অন্য সব দলের সঙ্গেও বসবেন। তবে নয়টি দলের মধ্যে বামপন্থি কয়েকটি দলের নেতা জানিয়েছেন, এ নিয়ে তারা জামায়াতের সঙ্গে সরাসরি বসতে রাজি নন। তবে কয়েকটি দল জামায়াতের সঙ্গে বসতে পারে। আবার ৯ দলের মধ্যে তিনটি দলের শীর্ষ নেতা জানান, জোট গঠন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। জোট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হলে ৯ দলের বাইরে আরও কিছু দল যোগ দিতে পারে। জানা গেছে, বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ নিয়ে আগেই নির্বাচন করা এবং জয়ী হলে সরকার গঠনের ঘোষণা দিয়ে রেখেছে। যদিও জুলাই সনদ নিয়ে গণতন্ত্র মঞ্চের অবস্থান বিএনপির চেয়ে কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন। এর মধ্যে গণতন্ত্র মঞ্চের তিনটি দল আবার বিএনপির সঙ্গে জোটে যেতে চায়। তবে এনসিপি জানিয়েছে, জোট বা সমঝোতার বিষয়ে তাদের দলে কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে নির্বাচনের আগে বাম ধারার সব দল ও সংগঠনকে নিয়ে একটি জোট গঠনে তৎপর রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এতে বাম গণতান্ত্রিক জোটের ছয় দল-বাসদ, বাসদ (মার্কসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক পার্টি ও বিপ্লবী কমিউনিস্ট লীগ থাকছে। এর বাইরে আদিবাসী সংগঠন, দলিত সংগঠন এবং নাগরিক সংগঠনগুলোকে জোটে ভেড়ানোর চেষ্টা চলছে। এছাড়া আরও কয়েকটি ইসলামি দল মিলে পৃথক জোট গঠনের আলোচনা চলছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই সনদ ও নির্বাচন নিয়ে তো সমঝোতা হওয়া উচিত। ৫ আগস্টের পর এখন এক পরিবর্তিত পরিস্থিতি চলছে। ফলে সবার কাছে গ্রহণযোগ্য, সব নাগরিকের অংশগ্রহণে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জনগণ যে রাষ্ট্রের পূর্ণ মালিক সে বিষয়টা গ্রহণযোগ্য করতে হবে। এখন বিভিন্ন বড় ইস্যু নিয়ে সব দল যে পুরোপুরি একমত হবে সেটা বলা যাচ্ছে না। তবে এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা হতে হবে, আলোচনা হচ্ছেও। বিশেষ করে যে রাজনৈতিক দলগুলো এখন অনুঘটক হিসাবে মাঠে আছে তাদের সিদ্ধান্তে আসতে হবে। জোট গঠন প্রসঙ্গে এই বিশ্লেষকের পর্যবেক্ষণ হচ্ছে, নির্বাচন সামনে রেখে মোটা দাগে অন্তত তিনটি জোট হতে পারে। বিএনপি ও তাদের মিত্র উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নিয়ে একটি জোট হবে। জামায়াতের নেতৃত্বে ইসলামি কয়েকটি দল নিয়ে একটি জোট হবে। এছাড়া বাম ধারার রাজনৈতিক দলগুলো মিলে আরেকটি জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে বাম-ডান, মধ্যম ও ইসলামি দলগুলোর আরও দুটি জোট দেখা যেতে পারে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
« সেপ্টেম্বর | নভেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯