
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় এক শিক্ষককে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনাকে পুঁজি করে প্রিন্সিপালকে ফাঁড়িতে ডেকে এনে আটক রাখার বিষয়ে জানাতে চাওয়ায় দারোগার সামনে সাংবাদিকের ওপর হামলা চালায় পুলিশ সোর্স আক্তার। গত বৃহস্পতিবার দুপুরে কামতাল তদন্ত কেন্দ্রের ভেতরে এ হামলার ঘটনা ঘটলেও গতকাল শনিবার পর্যন্ত থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। আহত সাংবাদিক নূরুজ্জামান মোল্লা দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি। সাংবাদিক নূরুজ্জামান মোল্লা জানান, বন্দর উপজেলার ধামগড় ইউপির কামতাল ডাক সমাজ কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায়। এ ঘটনার পর গত বৃহস্পতিবার সকালে শিক্ষক হাফেজ ফুসাইন আহাম্মেদ মাহফুজ (২৪)কে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে উত্তেজিত এলাকাবাসী। পরবর্তীতে কামতাল তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম ওই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছাত্তারকে ডেকে নিয়ে একটি কক্ষে আটক করে রাখে। প্রিন্সিপাল মামলার আসামি না হওয়ায় তাকে আটক করে রাখার বিষয়টি ভিকটিম ছাত্রীর দাদা নূরুল হক সাংবাদিকদের ফোন করে জানালে কামতাল তদন্ত কেন্দ্রের গিয়ে প্রিন্সিপাল আটকের বিষয়ে এসআই জহিরুল ইসলামের কাছ থেকে জানতে চাওয়া হয়। এসময় পুলিশের সোর্স আক্তার ক্ষিপ্ত হয়ে উঠে বলে ছাত্তার মাওলানা বিষয়টি শেষ করে দেওয়া হয়েছে। এক পর্যায়ে এসআই জহিরুলের কক্ষে এবং তার সামনে এলোপাতাড়ি কিলঘুষিতে মূখে রক্তাক্ত জখম হয়। এখবর পেয়ে স্বজনরা আমাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছাত্তার জানান, গত মঙ্গলবার সহকারি শিক্ষক হাফেজ ফুসাইন আহাম্মেদ মাহফুজকে নিয়োগ দেওয়া হয়। ছাত্রীকে যৌন হয়রানির ঘটনাটি মাদ্রাসার কর্তৃপক্ষকে অবগত না করে মাদ্রাসা থেকে ধরে নিয়ে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যাওয়ার পর এএসপি সার্কেল তাকে থানা নিয়ে যায়। পরে আমাকে দারোগা জহিরুল ইসলাম একটি কক্ষে আটক করে রাখে। দীর্ঘক্ষণ বসে থাকায় আমি অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে গেলে স্বজনরা এসে আমাকে নিয়ে ডাক্তার কাছে নিয়ে যায়। তদন্ত কেন্দ্রের ভেতরে সাংবাদিক নূরুজ্জামান মোল্লার ওপর হামলার ঘটনা স্বীকার করে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাহাদাত হোসেন বলেন, আমি ছুটিতে ছিলাম। উর্ধ্বতন স্যারদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী বলেন, পুলিশের উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
« সেপ্টেম্বর | নভেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯