
ডান্ডিবার্তা রিপোর্ট
আমাকে পরিষ্কার রাখতে হবে”- এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রের হকারদের সচেতন করতে গত শুক্রবার রাত সাড়ে ১১টায় সরেজমিনে উপস্থিত হন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। ২ নম্বর রেলগেট থেকে চাষাড়া মোড় পর্যন্ত রাস্তাজুড়ে বসা হকারদের কাছে গিয়ে তিনি ব্যবসার পর ফেলে রাখা ময়লা-আবর্জনা, পলিথিন, ভ্যানগাড়ির ডাব ও গেন্ডারি বিক্রেতাদের বর্জ্য নিয়ে সরাসরি কথা বলেন এবং সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “প্রতিটি হকারের সঙ্গে একটি করে ময়লার ঝুড়ি থাকতে হবে। দোকান বন্ধের পর নিজ নিজ বর্জ্য অবশ্যই ডাম্পিংয়ে ফেলতে হবে। হকাররা ব্যবসা করবে, তাতে আপত্তি নেই, কিন্তু নির্ধারিত স্থানে না গিয়ে রাস্তায় দোকান বসানোয় নানা সমস্যা তৈরি হচ্ছে।” দিলারা ময়না অভিযোগ করেন, হকারদের ফেলে রাখা ময়লার কারণে শহরের ড্রেনগুলো দ্রুত বন্ধ হয়ে যায়, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তিনি বলেন, “নারায়ণগঞ্জ শহরে জলাবদ্ধতার মূল কারণ হকারদের অব্যবস্থাপনা। ড্রেনের মুখ বন্ধ হয়ে শহর অকেজো হয়ে পড়ছে। এর ফলে বাসিন্দারা ভোগান্তিতে পড়ছেন।” তিনি আরও বলেন, “জ্যাম থেকে শুরু করে পথচারীদের চলাচলের অসুবিধা—সব কিছুর জন্য হকারদের অনিয়ন্ত্রিত কর্মকা- দায়ী। মনে হয় নারায়ণগঞ্জের কোনো অভিভাবক নেই। এই অব্যবস্থাপনা বন্ধ করতে হবে। নারায়ণগঞ্জকে নতুন করে জাগ্রত করতেই আজ আমরা রাজপথে দাঁড়িয়েছি।” মহিলা দলের পক্ষ থেকে তিনি প্রতিদিন এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চান। এসময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দিপালী আক্তার, ১৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি সালমা আক্তার, সাধারণ সম্পাদক বন্যা আক্তার, সাংগঠনিক সম্পাদক সুমি আক্তার, ২৩ নম্বর ওয়ার্ডের লিপি আক্তারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় বাসিন্দারাও এ কার্যক্রমে অংশ নেন।
ই-
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
« সেপ্টেম্বর | নভেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯