আজ বুধবার | ১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২ | ৮ রবিউস সানি ১৪৪৭ | রাত ৪:৪৯

ফতুল্লায় নিজ অর্থায়নে পোস্ট সড়ক সংস্কারে রিয়াদ চৌধুরী

ডান্ডিবার্তা | ৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
চলাচলের অনুপযোগী ফতুল্লার পোস্ট অফিস হতে শিবু মার্কেট সড়কটি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সার্বিক সহযোগীতায় মেরামত করে দিয়েছেন শ্রমিক দল নেতা বাদল প্রধান। এতে সড়কটিতে চলাচলকারী অটো এবং মিশুক, সিএনজি, কভারভ্যান সহ সকল প্রকার গাড়ীর চালকসহ স্থানীয়দের ভোগান্তি অনেকটা দূর হয়েছে। ফতুল্লা রেল লাইন বটতলা থেকে শিবু মার্কেট বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটিতে কম করে হলেও অর্ধশত স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ সড়কে চলাচলকারী যানবাহন সহ পথচারীদের ভোগান্তি চরমে পৌছায়। বৃষ্টি হলে সেই ভোগান্তি ভয়াভহতায় রুপ নেয়। পানিতে তলিয়ে থাকা গর্তে পরে প্রতিদিনই কোন না কোন যানবাহন দুর্ঘটনার শিকার হয়। তখন পায়ে হেঁটে ও চলাচল করতে পারেনা পথচারীরা। স্থানীয় গণ্যমাধ্যমে এ সড়কটি নিয়ে বিস্তর লেখালেখি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মেরামতে জনসাধারণের ভোগান্তি লাগবে এগিয়ে আসেনি। রাস্তাটি মেরামতে ও কেউ এগিয়ে আসেনি। গতকাল সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সার্বিক সহোযোগিতায় রাস্তাটি মেরামতে বৃষ্টিতে ভিজে ইটের টুকরো ও বালু দিয়ে ছোট বড় গর্তগুলি ভরাট করে অনেকটাই চলাচলের উপোযোগি করে তুলছে। এতে স্থানীয় পথচারীরা ও বিভিন্ন চালকদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করেন নানা শ্রেনীর পেশাজীবি মানুষ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা