
ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তা ও সমন্বিত নজরদারি শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ পূজাম-পগুলো পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি৬২)। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র এই পরিদর্শন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গতকাল শনিবার দুপুর ১২ টায় নারায়নগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি৬২) এর সহকারী পরিচালক (এডি) মো. জিয়াউর রহমান এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শনকালে এডি মো. জিয়াউর রহমান শহরের দুটি ঐতিহ্যবাহী ও জনবহুল পূজাম-প মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম এবং আমলাপাড়া সার্বজনীন পূজা ম-প—ঘুরে দেখেন। তিনি ম-পের দায়িত্বে থাকা পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে সরাসরি কথা বলেন। ম-পের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা, প্রবেশ ও বাহিরের পথ এবং সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা সম্পর্কে তিনি খোঁজখবর নেন। পূজা ম-পগুলোতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং দর্শনার্থীরা যেন নির্বিঘেœ উৎসব উপভোগ করতে পারে, সে বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান এসময় বলেন, “শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের একটি সার্বজনীন উৎসব, এবং নারায়ণগঞ্জে এই উৎসবের একটি বিশেষ সৌন্দর্য রয়েছে। আমরা চাই, সকলে মিলেমিশে এই উৎসব উদযাপন করুক। এই সময়ে আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত।” তিনি আরও জানান, ম-পের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে কথা বলে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়েছে। পূজা যেন নির্বিঘেœ ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করা যায়, সে বিষয়ে সর্বোচ্চ নজরদারি রাখা হবে। স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিজিবি নিবিড় সমন্বয় রক্ষা করে কাজ করবে। এসময় নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি৬২)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজিবি’র এমন সক্রিয় উপস্থিতি ম-প কমিটি ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে স্বস্তি ফিরিয়েছে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
« সেপ্টেম্বর | নভেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯