আজ বুধবার | ১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২ | ৮ রবিউস সানি ১৪৪৭ | রাত ২:১২

না’গঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে বিজিবি সহকারি পরিচালকের

ডান্ডিবার্তা | ২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তা ও সমন্বিত নজরদারি শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ পূজাম-পগুলো পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি৬২)। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র এই পরিদর্শন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গতকাল শনিবার দুপুর ১২ টায় নারায়নগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি৬২) এর সহকারী পরিচালক (এডি) মো. জিয়াউর রহমান এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শনকালে এডি মো. জিয়াউর রহমান শহরের দুটি ঐতিহ্যবাহী ও জনবহুল পূজাম-প মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম এবং আমলাপাড়া সার্বজনীন পূজা ম-প—ঘুরে দেখেন। তিনি ম-পের দায়িত্বে থাকা পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে সরাসরি কথা বলেন। ম-পের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা, প্রবেশ ও বাহিরের পথ এবং সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা সম্পর্কে তিনি খোঁজখবর নেন। পূজা ম-পগুলোতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং দর্শনার্থীরা যেন নির্বিঘেœ উৎসব উপভোগ করতে পারে, সে বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান এসময় বলেন, “শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের একটি সার্বজনীন উৎসব, এবং নারায়ণগঞ্জে এই উৎসবের একটি বিশেষ সৌন্দর্য রয়েছে। আমরা চাই, সকলে মিলেমিশে এই উৎসব উদযাপন করুক। এই সময়ে আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত।” তিনি আরও জানান, ম-পের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে কথা বলে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়েছে। পূজা যেন নির্বিঘেœ ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করা যায়, সে বিষয়ে সর্বোচ্চ নজরদারি রাখা হবে। স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিজিবি নিবিড় সমন্বয় রক্ষা করে কাজ করবে। এসময় নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি৬২)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজিবি’র এমন সক্রিয় উপস্থিতি ম-প কমিটি ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে স্বস্তি ফিরিয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা