আজ বুধবার | ১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২ | ৮ রবিউস সানি ১৪৪৭ | রাত ২:১০

দূর্গোৎসবে সবাইকে সতর্ক থাকতে হবে

ডান্ডিবার্তা | ২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
“উৎসব আয়োজন, সামাজিক মেলবন্ধন, জাতি-ধর্ম নির্বিশেষ, সম্প্রীতির বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে ২২৪টি পূজা ম-পে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিটি ম-পে ১০ হাজার টাকা করে এ অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আপনারা যে উৎসব আয়োজন করছেন, সেটি যেন সার্থক হয়। সুন্দর আয়োজন করলেও যদি কেউ অংশ নিতে না পারে, তাহলে উদ্দেশ্য পূরণ হবে না। মানুষ বছরের পর বছর অপেক্ষা করে পূজা ম-পে গিয়ে প্রার্থনা করার জন্য। তাদের সেই আগ্রহ ও আনন্দ যেন কোনভাবেই নষ্ট না হয়।” তিনি আরও বলেন, “অনুদান খুব বড় কিছু নয়, আসল বিষয় হলো আমরা একত্রে কাজ করছি। আপনারা ম-প সাজাতে সর্বোচ্চ শ্রম দিয়েছেন। তবে কিছু মানুষ আছেন যারা এ উৎসব নষ্ট করার অপচেষ্টা চালাতে পারে। তাদের সেই পরিকল্পনা সফল হলে ধর্ম, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাবেক সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় কুমার রায় ও সদস্য সচিব কার্তিক ঘোষ। এছাড়াও জেলার ২২৪টি পূজা ম-পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা