আজ বুধবার | ১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২ | ৮ রবিউস সানি ১৪৪৭ | রাত ২:০৮

আলোচনায় না’গঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা

ডান্ডিবার্তা | ২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা গণঅভ’ত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর তারা প্রায় দেড় বছর পর ফিরে আসার পায়তারা করছে। নির্বাসিত থাকা নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফের আলোচনায় আসার চেষ্টা চালাচ্ছেন রাজধানীতে হঠাৎ ঝটিকা মিছিল আয়োজনের মধ্য দিয়ে। সর্বশেষ ২৪ সেপ্টেম্বর দুপুরে ঢাকার পান্থপথ এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে মিছিল বের করেন। মিনিট কয়েক স্থায়ী হওয়া এ মিছিলটি শেষ হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল জব্দ করে। রাজধানীর ফার্মগেট, শেরে বাংলা নগর, হাতিরঝিল, গুলিস্তানসহ বিভিন্ন জায়গায় আকস্মিক মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে কয়েকজন যুবককে আটক করে উত্তম-মধ্যম দিচ্ছে স্থানীয়দের এমন দৃশ্যও দেখা যায়। আটক হওয়া দুজন নিজেদের পরিচয়ে বিভ্রান্তি সৃষ্টি করলেও পরে জানা যায় তারা সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন শ্রমিক লীগ কেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় ছিলেন। এ ধরনের আকস্মিক মিছিলের ঘটনা নতুন নয়। রাজপথে সক্রিয় রাজনীতি করার সুযোগ না থাকায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সম্প্রতি ঢাকা কেন্দ্রিক কর্মসূচির ওপর ভরসা করছে। এর আগে গত ২৪ আগস্ট ঢাকার গুলিস্তানে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে অলিম্পিক ভবন পর্যন্ত একটি মিছিল আয়োজন করে তারা। পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে কয়েকজনকে আটক করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, ওই মিছিলে অংশ নেওয়া অনেকেই ফতুল্লা ও বন্দরের পরিচিত সন্ত্রাসীদের অনুসারী। অভিযোগ রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে সমন্বয় করে মোটা অঙ্কের বিনিময়ে মিছিলটি আয়োজন করা হয়েছিল। এর পেছনে যুবলীগ নেতা মির হোসেন মিরু ও খান মাসুদের প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল বলেও জানা গেছে। এরও আগে চলতি বছরের ২১ এপ্রিল সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা আকস্মিক মিছিল করে। কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় দাঁড়িয়ে তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। একইভাবে গত ১৯ এপ্রিল আড়াইহাজারে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের হয়। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনা তৈরি করে। তবে স্থানীয় নেতাকর্মীদের মতে, এসব ছোট আকারের ঝটিকা মিছিল দিয়ে রাজনীতিতে কামব্যাক সম্ভব নয়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর এক বছর পেরিয়ে গেলেও এখনো অনিশ্চয়তার মধ্যে কাটছে আওয়ামী লীগের কর্মীদের দিন। কেউ কেউ দেশ ছেড়ে কলকাতা, লন্ডন কিংবা দুবাইয়ে অবস্থান করছেন। যারা দেশে আছেন তারা আত্মগোপনে থেকে মাঝেমধ্যে মিছিলের চেষ্টা করলেও গ্রেপ্তার আতঙ্কে প্রকাশ্যে আসতে পারছেন না। ফলে তৃণমূল পর্যায়ে হতাশা ও ক্ষোভ বাড়ছে। এ অবস্থায় অনেকের অভিযোগ, সিনিয়র নেতারা বিদেশে নিরাপদে বসে থাকলেও মাঠের কর্মীরা প্রতিদিন গ্রেপ্তার ও হয়রানির ঝুঁকিতে রয়েছেন। জীবিকার সংকট, পরিবারের নিরাপত্তাহীনতা এবং অনিশ্চিত ভবিষ্যতের কারণে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকায় আকস্মিক মিছিল আয়োজন করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ তাদের সক্রিয়তা জানান দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসব সীমিত কর্মসূচি রাজনৈতিক শক্তি পুনর্গঠনে খুব একটা কাজে আসছে না। বরং নানা বিভ্রান্তি ও অভিযোগ ঘিরে দলের তৃণমূলের সঙ্গে শীর্ষ নেতৃত্বের দূরত্ব আরও বাড়ছে। বর্তমানে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা নেত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় দিন গুনছেন। তাদের কাছে রাজনৈতিক অঙ্গনে ফিরে আসা এখনো এক অনিশ্চিত স্বপ্নই থেকে যাচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা