
ডান্ডিবার্তা রিপোর্ট
শহরের একটি পূজা ম-প পরিদর্শনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের সাথে নারায়ণগঞ্জের সদর-বন্দর আসনের বিএনপির ৪ মনোনয়ন প্রত্যাশীর একত্রে হাস্যজ্জোল অবস্থায় দেশে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব ফুটে উঠেছে। তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্য মনোনয়ন পেতে প্রতিযোগিতা থাকুক তাতে আমাদের আপত্তি নাই। কিন্তু মনোনয়ন প্রত্যাশী কিছু নেতার চেলা চামুন্ডারা যেভাবে একজন আরেকজনকে পছন্দ করে না এটা দলের জন্য শুভ নয়। নারায়ণগঞ্জের ধানের শীষের সমর্থকরা ৪ মনোনয়ন প্রত্যাশীর ঐক্য বজায় রেখে সকল নেতাকর্মীদের নিজেদের নেতাকর্মী হিসাবে গ্রহণ করার দাবি জানিয়েছে। গতকাল রোববার রাতে মঈন খানের সাথে আমলাপাড়া পূজা মন্ডপে ৪ মনোনয়ন প্রত্যাশীর এক সংগে উপস্থিতি ছিল টক অব দ্যা টাউন। এ সময় আমলাপাড়া পূজা মন্ডপে মঈন খানের পাশে এক মঞ্চে দেখা গেছে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির চার নেতা মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, পূজার শিক্ষাই হচ্ছে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন সংগ্রাম। আমাদের পূজা থেকে এ শিক্ষা নিতে হবে। আমরা বিশ্বাস করি, সুর ও অসুরের যে যুদ্ধ হয় তাতে সবসময় অসুর পরাজিত হবে এবং সুর জয়লাভ করবে। গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হাজার বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পাশাপাশি বসবাস করে এসেছে। আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ আবেগ প্রবণ। কিন্তু আবেগের মধ্যে যে জিনিসটি বেশি প্রবল এবং যে জিনিসটি আমাদের অঞ্চলের কৃষ্টিকে ধরে রেখেছে তার নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসার আবেগে আমরা মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছি। আমাদের এই বিশ্বাস আছে আমাদের ভবিষ্যত প্রজন্মও একই ভালোবাসায় একসঙ্গে বসবাস করবে। আমরা আগে যে নারায়ণগঞ্জ দেখেছি বর্তমান নারায়ণগঞ্জ এখন অনেক বেশি উন্নত। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের শুধু বাহ্যিক উন্নয়নই নয় আমাদের মনস্ততাত্তিকের উন্নয়নও করতে হবে। আমাদের মনকে পরিশুদ্ধ করতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন আমলাপাড়া পূজা উদযাপন কমিটির আহবায়ক প্রবীর সাহা, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ প্রমুখ।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
« সেপ্টেম্বর | নভেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯