
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজকে আমরা এসেছি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে। আমরা এসেছি শারদীয় দুর্গোৎসবের আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য। আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য। তারই জন্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছে আপনাদের কাছে। আমরা যেন আপনাদের পাশে থেকে শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি। তার জন্য কিন্তু আমাদের দল আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাদের সাথে থাকার জন্য। বিপদ আপদে যেনো আপনাদের পাশে থাকি। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। গতকাল রবিবার বিকেল তিনটায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ঋষি বাড়ি মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা আপনারা নির্বিঘেœ করবেন এমন কোন শক্তি নাই যে আপনাদের এই পূজা কোন প্রকার অশান্তি সৃষ্টি করবে। আর যারাই কোন প্রকার অশান্তি করার চেষ্টা করবে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিব। আমরা হিন্দু ভাই-বোনদের উপর নির্যাতন কারী কাউকে কোন রকম সহ্য করব না। আপনারা সুন্দর ভাবে নির্ভয়ে আপনাদের পরিবার-পরিজন নিয়ে পূজা পাল করবেন। আজকে আমরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি এটা কোন দান নয়। পূজা উপলক্ষে আপনাদের জন্য উপহার। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আগামীতে আরও এর চেয়ে বেশি বেশি করে আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদের পাশে থাকতে পারি আর আপনাদের জন্য কাজ করতে পারি। তিনি আরও বলেন, আজকে দেশে যে পরিস্থিতি অবস্থা অনেকেই অনেক ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তারা হিন্দু ভাইদের ওপর হামলা নির্যাতন করে বদনাম সৃষ্টি করার পাঁয়তারা করার চেষ্টা করবে। কিন্তু আমরা সেই চেষ্টা সফল হতে দেবো না আমরা আপনাদের সাথে ও পাশে আছি। যারা কোন প্রকার হামলা করার দুঃসাহস দেখাবে তাদেরকে আমরা দাঁতভাঙ্গা জবাব দিব। এসময়ে মহানগর বিএনপি ও আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের নেতৃবৃন্দরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং উপহার সামগ্রী বিতরণ করেন। পরে বেশ কিছু পূজাম-প পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অহেদুল্লাহ মজুমদার মানিক, প্রচার সম্পাদক মজিবুর রহমান, বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরু উদ্দিন আহম্মেদ, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নুর মোহাম্মদ পনেজ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব হুমায়ূন কবির, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল আলম, জেলা বিএনপির সাবেক সহ- প্রচার সম্পাদক জাহিদ হাসান, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোহসীন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
« সেপ্টেম্বর | নভেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯