আজ বুধবার | ১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২ | ৮ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ২:৩৩

বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৩জন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:০৮ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফরাজিকান্দা এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বন্দর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য সালিমা হোসেন শান্তা (৫০) একই এলাকার আব্দুল কাদিরের ছেলে যুবলীগ কর্মী আব্দুল মোত্তাধীর অনিক(৩৬) ও বন্দর রেলী বাগন এলাকার আনোয়ার মিয়ার ছেলে যুবলীগ কর্মী মুন্না(৪০)। গতকাল রোববার দুপুরে বৈষম্য বিরোধী মামলায় এদেরকে আদালতে প্রেরন করা হয়। এর আগে গত শনিবার রাতে বন্দর থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা। থানার তথ্য সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বন্দর শাহীমসজিদ চরমুনাই সমর্থক এক কর্মীর গ্যারেজে আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালানোর ঘটনার মামলায় বন্দর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগের সভানেত্রী সালিমা হোসেন শান্তার সম্পৃক্ততা থাকার অপরাধে তাকে গত শনিবার রাতে তার ফরাজিকান্দা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে গত ২০২৪ সালে আগষ্টের প্রথমদিকে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আওয়ামীলীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা জড়িত থাকার অপরাধে বন্দর উপজেলা এলাকার যুবলীগ কর্মী অনিক ও মুন্নার সম্পৃক্ততা থাকার অপরাধে রেলীবাগান ও ফরাজিকান্দা এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা