
ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলা। তারা অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকার কর্মসূচি পালন করে। এই কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ উত্তর সাংগঠনিক থানার আমীর মাহফুজুল ইসলাম আবদুল মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাৎ, মতবিনিময় এবং তারৈল পূজা ম-পের খোঁজ-খবর নিয়ে ফেরার পথে হামলার শিকার হন। বিবৃতিতে অভিযোগ করা হয়, স্থানীয় বিএনপি কর্মী পরিচয়দানকারী সাখাওয়াত হোসেন সাকা, উজ্জ্বল, জামান, বাবুল, সেলিম, সুজন, রাব্বি, আজিম, মোজাম্মেলের নেতৃত্বে কতিপয় উচ্ছৃঙ্খল লোক তাঁদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। একই দিনে তারা জামায়াতে ইসলামীর কর্মীদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লার অনেকগুলো ফেস্টুন ভাঙচুর করে ও ছিঁড়ে ফেলে দেয় বলেও অভিযোগ করা হয়। যৌথ বিবৃতিতে জামায়াত নেতৃদ্বয় বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর দেশবাসী মত প্রকাশ ও গণতন্ত্র চর্চার অবাধ পরিবেশ প্রত্যাশা করেছিল। জুলাই আন্দোলনসহ দীর্ঘ সতেরো বছরের ত্যাগ ও শাহাদাতের বিনিময়ে যে মুক্ত বাংলাদেশ অর্জিত হয়েছে, সেখানে এভাবে একটি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী বাহিনীকে পথরোধ করে লাঞ্ছিত করা, মারধর করা এবং অস্ত্রের মহড়া দেওয়া আইন ও গণতন্ত্রের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাঁরা এই কর্মকা-কে আইন, মানবাধিকার ও গণতান্ত্রিক রাজনীতির সম্পূর্ণ বিপরীত বলে উল্লেখ করেন। নেতৃদ্বয় আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে যখন সকলের কাছে গণতান্ত্রিক ও ন্যায্য আচরণ কাম্য, তখন একটি বৃহৎ রাজনৈতিক দলের কর্মী পরিচয়ে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সাংগঠনিক কাজে বাধা প্রদান, শারীরিকভাবে লাঞ্ছিত করা, ফেস্টুন ভেঙে ফেলা এবং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়া কোনোভাবেই কাম্য হতে পারে না। তাঁরা এই ন্যাক্কারজনক ও সন্ত্রাসী কর্মকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে, গণতান্ত্রিক রাজনীতির স্বার্থে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তাদের কর্মীদেরকে এই ধরনের ঘৃণ্য কাজ থেকে বিরত রাখার জন্য আহ্বান জানান।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
« সেপ্টেম্বর | নভেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯