আজ বুধবার | ১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২ | ৮ রবিউস সানি ১৪৪৭ | সকাল ১১:২৬

অমানবিক নির্যাতনের শিকার চার বছরের শিশুকে তালা ভেঙ্গে উদ্ধার

ডান্ডিবার্তা | ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার কাশিপুরে অমানবিক নির্যাতনের শিকার চার বছর বয়সী হোসেন নামের এক শিশুকে তালাবদ্ধ ঘর থেকে তালা ভেঙ্গে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত দশটার দিকে ফতুল্লা মডেল থানার কাশিপুর শান্তিনগর কদম আলী স্কুলের পাশ্ববর্তী সোহেলের বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে এ সময় পালিয়ে যায় শিশুটির বাবা সোহেল। সোহেল কাশিপুর শান্তিনগরস্থ কদম আলী স্কুলের সংলগ্ন মৃত মোমেন আলীর পুত্র। উদ্ধার হওয়া শিশুটির বাবা সোহেল একজন মাদকাসক্ত বখাটে বলে স্থানীয়রা জানায়। দীর্ঘদিন ধরে শিশুটিকে তার বাবা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে প্রাথমিক তদন্তে প্রমান হয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। স্থানীয়রা জানায়, ২-৩ বছর পূর্বে শিশুটির বাবা-মায়ের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর শিশুটিকে তার মা নিয়ে যায়। কিন্ত শিশুটির বাবা কয়েক মাস পর জোড়পূর্বক শিশুটিকে তার কাছে নিয়ে আসে। তখন থেকেই শিশুটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো বাবা সোহেল। বাসা থেকে বের হলে শিশুটিকে ঘরে তালাবদ্ধ করে চলে যেত। দিনের অধিকাংশ সময়ই শিশুটিকে অনাহারে থাকতে হতো। কান্না করলে তার ওপর চালতো অমানুষিক নির্যাতন। পিটানো হতো হাত-পা বেধে ঝুলিয়ে। সেই নির্যাতনের চিন্থ শরীররে একাধিক স্থানে স্পস্ট হয়ে উঠেছে। স্থানীয় যুবক ও গ্যাস সিলেন্ডার ব্যবসায়ী শাওন জানান, উদ্ধার হওয়া শিশুটির বাড়ীর পাশেই তার দোকান। দুই থেকে তিন মাস পূর্বে তিনি জানতে পারেন যে, চার বছর বয়সী এক শিশুকে তার বাবা সারাদিন ঘরে তালাবদ্ধ করে বাড়ীর বাইরে বের হয়। পেটের ক্ষুদায় কান্না করলেও শিশুটিকে খাবার দেওয়া হতোনা। কখনো কখনো শিশুটিকে জুস বা চিপস কিনে দিতো শিশুটির মাদকাসক্ত বাবা সোহেল। তবে অধিকাংশ সময় শিশুটিকে মারধর করা হতো। শিশুটির বাবা বাসা থেকে বের হওয়ার সময় তার হাত-পা বেধে তালা মেরে ঘর থেকে বের হতো। গত দুদিন পূর্বে এক দোকানে শিশুটিকেসহ তার বাবাকে দেখতে পেয়ে স্থানীয় এক মহিলা বাচ্চার রুগ্নবস্থা দেখতে পেয়ে কারন জিজ্ঞেস করলে তাকেও মারধর করে। এ ঘটনা জানার পর তিনি ভালো করে খোঁজ নিয়ে শিশুটির ওপর অমানুষিক শারিরীক ও মানসীক নির্যাতনের বিষয়ে সত্যতা জানতে পারেন। পরবর্তীতে তিনি অপরিচিতা নামের ঢাকার একটি সামাজিক সংস্থার সাথে কথা বলেন। তারা তাকে স্থানীয় থানাকে অবগত করতে বলেন। পরে গত শনিবার বিকেলে তিনি ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামকে বিষয়টি অবগত করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শরিফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে ঘটনার সত্যতা পাওয়ায় রাত দশটার দিকে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙ্গে শিশুটিকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে হাসোতালে নিয়ে যাওয়া জয় চিকিৎসার জন্য। শিশুটির শরীররে একাধিক স্থানে ক্ষত রয়েছে। কতোটা পাষন্ড হলে একজন পিতা শিশু সন্তানের সাথে এমন করতে পারে না দেখলে বিশ্বাস করা যাবে না। গতকাল রোববার সকালে জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বললে তারা এসে শিশুটিকে নিয়ে যায়। শিশুটির মায়ের সাথে যোগাযোগ করা চেস্টা করেও যোগাযোগ করতে পারেন নি বলে তিনি জানান। জেলা সমাজ সেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজ কর্মী মোসাম্মৎ তাছলিমা আক্তার জানান, চিকিৎসা শেষে শিশুটির বয়সনুযায়ী সরকারি ছোট মনি নিবাসে শিশুটিকে রাখা হবে। শিশুটি বর্তমানে খুবই অসুস্থ। পুস্টিহীনতা এবং শারীরিক ও মানসীক নির্যাতনের শিকার হওয়া শিশুটি বেশ রুগ্ন হয়ে পরেছে। ফলে তার চিকিৎসাটা খুবই জরুরী। এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা নাসরিন জানান, বিষয়টি জানতে পেরে তিনি ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটি বর্তমানে জেলা সমাজ সেবা অধিদপ্তরের নিকট রয়েছে। তার সু চিকিৎসা সহ সর্ব প্রকার ব্যবস্থা নিবে তারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা