আজ বুধবার | ১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২ | ৮ রবিউস সানি ১৪৪৭ | সকাল ১১:০৩

বন্দরে ১০ মিনিটের সড়ক পার হতে ২ ঘন্টা

ডান্ডিবার্তা | ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে মদনগঞ্জ মদনপুর সড়কে খানা খন্দক আর সড়কে গাড়ি রেখে লোড আনলোডের কারণে প্রতিদিন দীর্ঘ যানজট লেগেই থাকে। এতে করে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। সবচেয়ে বড় বিপদে পড়তে হচ্ছে রোগীবাহী অ্যাম্বোল্যান্সের। এ সড়কটির সাথে পদ্মাসেতুর সংযোগ থাকায় সড়কটি দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করছে। সড়কটির বন্দর বাস স্ট্যান্ড থেকে শুরু করে ধামগড় ইস্পাহানী বাজ পর্যন্ত দীর্ঘ ৯ কিলোমিটার খানা খন্দকে ভরা। সব চেয়ে বেশী বিশাল বিশাল গর্ত ইস্পাহানী বাজ এলাকায়। এখানে ভারি গাড়ি গর্তে ফেঁসে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটের ফলে ১০ মিটিরে রাস্তা ২ ঘন্টাও পার হতে পারছেনা পরিবহনগুলি। সবচেয়েবেশী ভোগান্তির শিকার হচ্ছে অফিসগাড়ি যাত্রীরা। সেই সাথে ঘন্টার পর ঘন্টা আটকে পড়ছে রোগীবাহী অ্যাম্বোল্যান্সগুলি। সরে জমিনে গিয়ে দেখা যায়, যানজটগুলি দীর্ঘ হওয়ার আরো একটি কারণ হলো সড়কের উপরে ট্রাক রেখে লোড আনলোড করা হয়। যার কারণে খানা খন্দক পেরিয়ে এসে লোড আনলোডের কারনে গাড়িগুলি সড়কে একপাশ বন্ধ থাকায় আটকে যায়। যার ফলে গাড়িগুলি পাছ হতে দাঁড়িয়ে থেকে এক এক সারি থেকে কিছু গাড়ি পাছ হলে আবার কিছু গাড়ি অপরপ্রান্ত থেকে আটকিয়ে পাছ হতে হয়। যার ফলে ভাঙ্গা রাস্তা পেরিয়ে এসেও যানজটে পড়তে হয়। এ সড়কে ২৪ ঘন্টাই যানজট লেগে থাকে। আর এ সুযোগে সিএনজি অটো রিকশাগুলি যাত্রীদের পকেট কাটছে যানজটের অযুহাতে। এভাবে ভোগান্তির শিকার হচ্ছে বন্দরের মানুষ। ধামগড় এলাকার দিপু জানান, এ সড়কে প্রতিদিন শত শত গাড়ি চলে আকিজ, শাহ সিমেন্ট, বসুন্ধরাসহ বেশ কয়েটি শিল্পপ্রতিষ্টানে অতিরিক্ত মালবোঝাই গাড়িগুলি। যা সড়কের ধারণ ক্ষমতার অধিক। ভাড়ি গিিড় চলাচলের ফলে সড়টি ভেঙ্ড়ে বিশাল বিশাল গর্তে পরিনত হয়েছে। বর্তমানে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে সড়ক আরো বেশী ক্ষতি হওয়ায় সড়কটি চলাচলের সম্পূর্ন অযোগ হয়ে পড়েছে। আর এ সড়টি বন্দর উপজেলার প্রধান সড়ক। কিছু দিন আগে সড়ক ও জনপদ এ সড়কের বিভিন্ন স্থানের গর্তে ইট বিছিয়ে গর্ত বন্ধ করলেও তা ২/৩ দিনের মধ্যে ভেঙ্গে পুনরায় গর্তে পরিনত হয়ে গেছে। এ ব্যপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সড়কটি সংস্কারের জন্য সড়ক ও জনপদের জন্য কথা বলেছি তারা দ্রুত গর্তগুলি ভরাট করে দেয়ার ব্যবস্থা নিচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা