আজ বুধবার | ১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২ | ৮ রবিউস সানি ১৪৪৭ | সকাল ১০:৫৪

বন্দরে চাঁনপুরে মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ডান্ডিবার্তা | ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের উত্তর চাঁনপুরে মাদক ব্যবসায়ী শাহীন ও তার পুত্র শাকিবের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। গতকাল রবিবার সকাল ১১টায় মদনপুর টু বস্তল সড়কের উত্তর চাঁনপুরে সড়ক অবরোধ করে স্থানীয় নারী পুরুষরা বিক্ষোভ প্রদর্শণ করলে তখন যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বন্দর থানার ধামগড় পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাকির হোসেন ও সঙ্গিয় ফোর্স ঘটনাস্থলে গেলে মানববন্ধন কারীদের সাথে পুলিশের বাক বিতন্ডা হয়। থানায় অভিযোগ জানালে দ্রুত দোষীদের গ্রেফতার করার প্রতিশ্রুতি দিলে মানববন্ধনকারীরা অবরোধ সরিয়ে নিলে প্রায় আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘উপজেলার উত্তর চাঁনপুর গ্রামের মাদক ব্যবসায়ী শাহীন ও তার পুত্র শাকিবের অত্যাচারে এলাকাবাসী অতীষ্ঠ হয়ে গেছে, তারা নানাবিধ অপকর্মে জড়িত। তাদের কারণে যুবসমাজ আজ ধ্বংসের পথে। আর এ কাজে তাদেরকে পুলিশ ও একটি মহল সহায়তা করছে। গেলো কয়েক বছর ধরে পিতা শাহীন ও পুত্র শাকিব তাদের বাড়িকে মিনি আয়না ঘর বানিয়ে ফেলেছে। উভয়ে নিরিহ মানুষের কাছে চাঁদা দাবী করে থাকে এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লোকজনকে ধরে এনে এখানে পাশবিক নির্যাতন সহ নানাবিধ হয়রানী করা হয়। উত্তর চাঁনপুর এলাকার কনফেকশনারী দোকানদার সুজন ও তার পরিবারের লোকজন নিয়মিত মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। তার প্রেক্ষিতে নিয়মিতভাবে মাদক ব্যবসায়ী শাহীন দোকানদার সুজনের কাছে চাঁদা দাবী করে আসছিলো। দাবীকৃত চাঁদা না দেয়ায় মাদক ব্যবসায়ী শাহীনের নির্দেশে শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় তার ছেলে শাকিব ও তার সাথে থাকা সন্ত্রাসীরা দোকানদার সুজনের উপর অতর্কিত হামলা চালায় ও তাকে কুপিয়ে মাথা, হাত ও পায়ে জখম করে এবং দোকানে থাকা মোবাইল ফোন, ক্যাশবাক্সে থাকা নগদ ৩ লাখ টাকা ও দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। মানববন্ধনে স্থানীয় এলাকার ইমরান, সুমন, করিম, জুয়েল, রহিম, রুবেল, আল আমিন, দ্বীন ইসলাম, স্বপ্না, রিয়া, মরজিনা, সাদিয়া, আনিকা সহ অসংখ্য নারী পুরুষরা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা