
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে নতুন করে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এতদিন মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে লাগাতার গ্রপিংয়ে মধ্যে নতুন মোড় নেয় রাজনীতি গতিপথ। গত ২২ সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের যোগদান নিয়ে রীতিমত প্রবীন নবীনদের মধ্যে নিরব দ্বদ্ব সৃষ্টি দেখা দিয়েছে। এর আগে মহানগর বিএনপি চেইন অব কমান্ড মেনে নতুনদের দায়িত্ব পালনে আহবান ছিলো সদস্য সচিব টিপু। তিনি এও বলেছেন, দলের ভিতরে কেউ যেন কাদাঁ ছোড়াছুড়ি করতে না পারে সে দিকে কেন্দ্রীয় নেতাদের নজর রাখার আহবান জানান। যোগদানের পর থেকে মাসুদুজ্জামানের গ্রহণযোগ্যতা নিয়ে রাজপথে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনের আলোচনা সমালোচনা কমতি নেই। গত ২৬ সেপ্টেম্বর নিজের ফেসবুক স্ট্যাটাসে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্থানীয় রাজনীতি এবং মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, ক্ষমতার রাজনীতিতে এখন এমন এক ধারা শুরু হয়েছে, যেখানে অনেকে জনপ্রতিনিধি হওয়ার আগেই অর্থাৎ এমপি মনোনয়ন পাওয়ার আগেই ‘গডফাদার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন। বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট টিপু তাঁর স্ট্যাটাসে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন: “বিগত দিনে অনেকে এমপি হওয়ার পর গডফাদার হয়েছেন, আর বর্তমানে অনেকে এমপি মনোনয়ন পাওয়ার আগেই গডফাদার হয়ে যাচ্ছেন। বিষয়টি শুভকর নয়!” তাঁর এই মন্তব্যের মাধ্যমে তিনি পক্ষান্তরে স্থানীয় পর্যায়ে ক্ষমতা ও প্রভাব খাটিয়ে মনোনয়ন নিশ্চিত করতে চাওয়া ব্যক্তিদের সমালোচনা করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাধারণত, ‘গডফাদার’ শব্দটি রাজনীতিতে অবৈধ প্রভাব, পেশীশক্তি, এবং অনৈতিক উপায়ে ক্ষমতা ধরে রাখার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। গত ২৫ সেপ্টেম্বর নব্য বিএনপিতে যোগদানকারী ও নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ একটি অনুষ্ঠানে বলেছেন, হুমম, আমি একজন প্রার্থী। অনেকে প্রশ্ন করে এই কারণে তিনি আসছেন। হ্যাঁ ঠিক নির্বাচনী জন্য আমার আসা। আমাকে ছেড়ে আপনারা কোথায় যাবেন, আর আমি আপনাদের ছেড়ে যাবো কোথায়। এই মাটিতে জন্ম আমাদের এই মাটিতে মরতে হবে। আমার দান অনুদান বিভিন্ন ভাবে সুবিধা অসুবিধায় পাশে থাকি। এর কারণে অনেকে জ্বালা ধরছে, অনেকে খারাপ লাগছে। জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমাকে নিয়ে ট্রল হচ্ছে ছবি রাজনীতি হচ্ছে। আপনারা কেউ দাম্ভিক্ত জবাবে যাবেন না। সবাই মিলে এই সমস্ত কাজের জবাব দিবো ভালো কাজ করে। আমি গত তিন দিন আগে জাতীয়তাবাদী দলের নগন্য সদস্য হয়েছি। শহর বন্দরে আগে প্রশ্ন ছিলো, সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। দলের সবোর্চ্চ নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি আমার চৌদ্দ পুরুষের খবর নিয়েই দলের সদস্য হওয়ার যোগ্যতা রাখি কি না খবর নিয়ে করেছেন। আপনারা জানেন দেখেন ৫ আগষ্টের পর কোন বিএনপিতে আনুষ্ঠানিকতাভাবে যোগদান হয়েছে? তিনি নিশ্চিই চিন্তা ভাবনা করেই আমাকে জয়েন্ট করিয়েছেন, মনে হয় এর পর থেকে পরিক্ষীত নেতানেত্রীদের যোগ দেওয়াবেন। তিনি আরো বলেন, আমাকে কিছু লোক ট্রল করতে চায়, যে উনি কোথায় ছিলো। আমার কনটিভিশন (অবদান) কিভাবে জানবেন। আপনাদের নেতানেত্রীদের জানেন, আমি কে? আমরা যদি গোপনে কনটিভিশন (কনটিভিশন) না করতাম আন্দোলন বেগবান হত না। ৫ আগষ্টে যে ঘটনা সেটা আমাদের হাত রয়েছে, এটা সেন্ট্রাল জানে। আপনারা ব্যাপারে আমারা কিছু বলার নেই। সাধারণ মানুষ ও দল জানে আমাদের কনটিভিশন কি ছিলো। আমার কাজ দিয়ে জাতীয়তাবাদী দল ও মানুষের জন্য কাজ করে যেতে চাই। অপরদিকে দুই নেতার এমন মন্তব্যে এখনো নিশ্চুপ ভূমিকায় রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান। তিনি যোগদান অনুষ্ঠানে বলেছিলেন, বিএনপি একটি উৎপাদনমুখি জনমুখি বহু গণতান্ত্রিক দল। জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠা হওয়া পর থেকে বিএনপি মানুষের আশা আশাঙ্কা পূরণ করে যাচ্ছেন। আজকে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামানকে স্বাগত জানাচ্ছি। এই সংগঠনকি সকলে কাধেঁ কাধ মিলে এগিয়ে নিয়ে যাবো। মহানগর বিএনপি আহবায়কের এমন সুন্দর মন্তব্যে ও বক্তব্যে নিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাদের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে। সেখানে টিপু ও মাসুদের মধ্যে নিরব দ্বন্দ্বে এখন আলোচনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে ফেসবুকে একটি ভিডিও সংবাদে বাবুরাইলে একটি বহুতল ভবনে ২৬টি অবৈধ তিতাস গ্যাসের সংযোগে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু নিয়ে ভাইরাল হয়েছে। এই নেতা বর্তমানে সদ্য যোগদানকারী মাসুদ্জ্জুামান মাসুদের বলয়ে মহানগর বিএনপিতে সক্রিয় রয়েছে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
« সেপ্টেম্বর | নভেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯