আজ বুধবার | ১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২ | ৮ রবিউস সানি ১৪৪৭ | সকাল ১১:৪১

ফতুল্লায় ওভারপাসের রেলিং ভেঙে ট্রাক নিচে পড়ে ১জন নিহত

ডান্ডিবার্তা | ৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সদর উপজেলার ফতুল্লায় নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে ঝুলে পড়ে। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে মোহর উদ্দিন (৩৫) নামে একজন রিকশা চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার ভূঁইঘর এলাকায়। এদিকে দুর্ঘটনার পরে ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যান। এছাড়া ট্রাকে থাকা আরও কয়েকজন ব্যক্তি আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টায় প্রবল বৃষ্টির সময় শহরের চাষাড়া থেকে পণ্যবিহীন খালি একটি ট্রাক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে সাইনবোর্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। বেপরোয়া গতিতে চলা ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ভুঁইগড় বাসস্ট্যান্ডে ওভার ব্রীজের উপর পশ্চিম পাশে ধাক্কা লেগে নীচে রাস্তায় পড়ে যায়। এসময় রেলিং ভেঙ্গে মাথার উপর পড়ে মোহর আলী নামে এক রিকশাচালক গুরুতর আহত হন। তার মাথা ফেটে যায়। এসময় আশপাশের লোকজন আহত রিকশা চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় মোহর উদ্দিন নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বিকেল সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, এ ঘটনায় মোহর নামে এক ব্যক্তি মারা গেছে। এছাড়া আর কেউ আহত হওয়ার তথ্য এখনো পাইনি। সড়ক থেকে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাক চালক সহ তার সহযোগী পালিয়ে গেছে। তাদেরকে আটক করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা