আজ বুধবার | ১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২ | ৮ রবিউস সানি ১৪৪৭ | সকাল ১১:৩৫

না’গঞ্জে দূরাবস্থায় আ’লীগ কর্মীরা

ডান্ডিবার্তা | ৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
প্রতিষ্ঠালগ্ন পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে ছন্নছাড়া পরিস্থিতি পার করছে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ অভিমত খোদ দলের তৃণমূলের কর্মীদের। আওয়ামীলীগ পতনের পূর্বে বিরোধী ভূমিকায় রাজনীতিতে থাকা দল জামায়াত বিএনপির থেকেও দূরদশা চলছে আওয়ামীলীগের মধ্যে। অধিকাংশ নেতাকর্মীরাই দেশান্তর আত্মগোপন এবং জেলে অবস্থান করছেন। এছাড়া সেইফ জোনে থাকা নেতারা আওয়ামীলীগ শাসন আমলে এই দলের নাম বিক্রি করে অঢেল অর্থ সম্পদের মালিক বনে গেলেও ইচ্ছেকৃত নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে পরিবার নিয়ে আলিশান জীবন যাপন করছেন বিদেশের মাটিতে। যার ফলে দলের অধিকাংশ নেতাকর্মীদের কর্মজীবন নেই বললেই চলে একাধিক মামলার গ্রেফতার আতঙ্কে এখন ভূমিহীন। সূত্র মতে, নারায়ণগঞ্জ জেলায় একই চিত্র বিদ্যমান রয়েছে। কেননা নারায়ণগঞ্জ জেলায় সাবেক এমপি মন্ত্রী প্রভাবশালী নেতারা দেশত্যাগ আত্মগোপনে থেকে স্বাভাবিক জীবন যাপন করলেও নেতাকর্মীদের থেকে নিজেদের আড়াল করেছেন। এছাড়া যারা গ্রেফতার হয়ে জেলে রয়েছেন তাদের জামিনের ব্যাপারে সাবেক এমপি মন্ত্রী প্রভাবশালী নেতাদের কোন প্রতিক্রিয়া নেই বললেই চলে। পূর্বের ন্যায় নারায়ণগঞ্জ জেলার সাবেক এমপি মন্ত্রী প্রভাবশালী নেতারা যোগাযোগের কোন মাধ্যমই রাখেননি। এছাড়া কোন প্রকার যোগাযোগ রাখেনি। ওসমান ঘনিষ্ঠ সহচর আনোয়ার হোসেন, খোকন সাহা, আব্দুল হাই, আবু হাসনাত মো. শহীদ বাদল, চন্দন শীল, এহসানুল হক নিপু, জাকিরুল আলম হেলাল, শাহ্ নিজাম, সাজনু, এহসানুল হক নিপু এরা আওয়ামীলীগের নাম করে কোটি কোটি টাকার অর্থ সম্পেদের মালিক হলেও আওয়ামীলীগের ক্ষমতাচ্যুত হওয়ার পরবর্তী সময় থেকে কেউবা আত্মগোপন এবং দেশত্যাগ করে বিলাশবহুল জীবন যাপন করছেন। এছাড়া আড়াইহাজারের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু ও সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাত, সোনারগাঁয়ের আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ইঞ্জি মাসুদুর রহমান মাসুম, ড. আবু জাফর চৌধুরী বিরু, মাহফুজুর রহমান কালাম যারা আওয়ামীলীগের শাসন আমলে বহু ত্যাগের কথা বা দুসময়ে সুসময়ে কর্মীদের ব্যবহার করলেও ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের ছন্নছাড়া অবস্থায় কর্মীদের নিয়ে কোন প্রকার মাথা ঘামাচ্ছে না। আওয়ামীলীগের তৃণমূলের কর্মীরা নাম প্রকাশে অনিচ্ছিায় এসকল নেতাদের বিগত সময়ের কর্মকান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে নানা মন্তব্য করেন। একাধিক নেতাকর্মী ক্ষোভের সংগে বলেন আমরা কেমন আছি সে খবর নেতারা না রখলেও বিদেশে বসে আমাদেরকে সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে তাগাদা দিয়ে চলছে। তাদের মতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা আওয়ামী আমলের সুবিধাভোগী নেতারা নারায়ণগঞ্জকে অশান্ত করতে গোপনে গোপনে নিজেদের সংগঠিত করছে বলে তৃনমূল পর্যায়ের একাধিক নেতা অভিযোগ করেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা