
ডান্ডিবার্তা রিপোর্ট
বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির বলেছেন, মুক্তিযুদ্ধকালে গণহত্যায় সহযোগী জামায়াতে ইসলামী যদি আশা করে যে তাদের প্রশংসা করতে হবে বা ইতিবাচকভাবে মূল্যায়ন করতে হবে, তবে সেটি অন্যায় প্রত্যাশা। অথচ তারা এখনো নিজেদের অপরাধ বুঝতে চায় না, বরং সমালোচনা করা হলে অশ্লীল ভাষায় গালাগাল দেয়। সম্প্রতি বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান *তৃতীয় মাত্রা*য় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান। নুরুল কবির মনে করেন, ব্যক্তিগত পর্যায়ের বিচারের পাশাপাশি দল হিসেবে জামায়াতের বিচার এখনো হয়নি এবং এটি জরুরি। তার মতে, অতীতের নৃশংস অপরাধ এবং সমাজে তাদের প্রভাব যদি বিচারহীন থেকে যায়, তবে দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, “জামায়াত একটি ভিন্নধর্মী ফ্যাসিবাদী আচরণ বহন করছে। যারা তাদের পছন্দমতো নয়, তাদের গালাগাল দেয়, ব্র্যান্ডিং করে এবং মেয়েদের বিরুদ্ধে ধর্ষণের মতো বর্বর উপায়কেও ন্যায্যতা দিতে চায়। এর বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগ্রাম একসঙ্গে গড়ে তুলতে হবে।” নুরুল কবিরের মতে, জামায়াতের বিকাশে শুধু তাদের সাংগঠনিক শক্তিই নয়, বরং আওয়ামী লীগ ও বিএনপির সহযোগিতাও বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, “আওয়ামী লীগ কখনো গণতন্ত্রের নামে, কখনো বিএনপি কৌশলগত কারণে জামায়াতকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। নৈতিকতা বিসর্জন দিয়ে ভোট বাড়ানোর স্বার্থে তারা জামায়াতকে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছে।” তিনি আরও বলেন, জামায়াত দীর্ঘ ৫০ বছর ধরে ধারাবাহিকভাবে সংগঠিতভাবে কাজ করছে—স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক স্থাপন করেছে। এটি সম্ভব হয়েছে প্রতিটি সরকারের নীতি ও আইনি সহযোগিতায়। ফলে তাদের ক্যাডারভিত্তিক কাঠামো অনেক মানুষের কাছে কার্যকর মনে হয়েছে। তবে শৃঙ্খলাবদ্ধ দল মানেই ভালো রাজনৈতিক দল নয়—এটি হিটলারের উদাহরণ থেকেই প্রমাণিত। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আস্থার কথা জানিয়ে নুরুল কবির বলেন, অধ্যাপক ইউনূস অন্তত চেষ্টা করছেন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের। তার মতে, নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে যে দাবি করা হচ্ছে, তা বাস্তবায়নের মতো যোগ্যতা, সামর্থ্য ও অভিজ্ঞতা সরকারের হাতে আছে কি না সন্দেহ রয়েছে।” জামায়াতের বিচারের প্রসঙ্গ টেনে নুরুল কবির বলেন, ব্যক্তিগত পর্যায়ে অনেকের বিচার হলেও দল হিসেবে জামায়াতের বিচার হয়নি। একইভাবে, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের শাসনামলে যে গণহত্যা হয়েছে, তারও দলীয় পর্যায়ে বিচার প্রয়োজন। তিনি বলেন, “জামায়াত যেমন তার অপরাধ স্বীকার করে না, তেমনি আওয়ামী লীগও তাদের অপরাধ অস্বীকার করছে। তাই গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে দলীয় পর্যায়ে বিচার প্রক্রিয়া জরুরি।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
« সেপ্টেম্বর | নভেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯