আজ বুধবার | ১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২ | ৮ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৩:২৩

আড়াইহাজারে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

ডান্ডিবার্তা | ৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে গণপিটুনি দিয়ে সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল নামে এক ইউপি সদস্যকে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য। খবর পেয়ে গতকাল বেলা ১০টার দিকে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এরআগে সকাল সাড়ে ৯টার দিকে বালিয়াপাড়া বাজারের পাশে একটি বাড়িতে গিয়ে চাঁদার দাবী করা হলে বাড়ির মালিক শাহীনুর তাতে অস্বীকৃতি জানায়। পরে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করা হয়। এসময় তাদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার সঙ্গে আরো তিনব্যক্তি একাজে জড়িত ছিলেন। তারা পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী সোহেল দীর্ঘদিন এলাকা থেকে পলাতক ছিলেন। অভিযোগ রয়েছে, গত বছরের ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির কিছু প্রভাবশালী নেতা তাকে সেল্টার দিলে সে এলাকায় বসবাসের সুযোগ পায়। এই সুযোগে সোহেল বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে চাঁদাবাজী করে আসছিলেন। পাশাপাশি তিনি শীর্ষ মাদক ব্যবাসী। তার নামে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকারা নাছিরউদ্দিন বলেন, বালিয়াপাড়া বাজারের পাশে একটি বাড়িতে চাঁদার দাবী করেন সোহেল মেম্বার। পরে তার সঙ্গে বাক-বিতন্ডার এক পর্যায়ে এলাকার লোকজন জড়ো হয়ে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেলে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা