আজ বৃহস্পতিবার | ২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২ | ৯ রবিউস সানি ১৪৪৭ | রাত ১:৩১

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ

ডান্ডিবার্তা | ০১ অক্টোবর, ২০২৫ | ৯:০২ পূর্বাহ্ণ

‎বন্দর প্রতিনিধি
সাবেক এমপি এড. আবুল কালাম বলেন,“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অতীতের মতো এখনো আমরা সেই ঐতিহ্য রক্ষা করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। বিশ্ববাসীর কাছে আমরা জানাতে চাই, আমাদের সমাজ ও সংস্কৃতির মূল শক্তি হলো সম্প্রীতি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন তিনি। গত সোমবার সন্ধ্যার পর থেকে সনাতন ধর্মালম্বীদের আয়োজিত ১নং ঢাকেশ^রী দেব মন্দির, মিরকুন্ডী শ্রী শ্রী সাধুপরেশ মহাত্ম আশ্রম, একরামপুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, র‌্যালি লেদারার্স সার্বজনীয় মন্দির, বাবুপাড়া শ্রী শ্রী লালজি মন্দির, বন্দর বাজার কালী মন্দির পরিদর্শন করেন। এসময় হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহযোগিতা করার পাশাপাশি সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে সাবেক এমপি এডভোকেট আবুল কালাম সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দূর্গা পূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় নারী পুরুষ সাবেক এমপি এডভোকেট আবুল কালামের সার্বিক সফলতা কামনায় দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক হোসাইন লিয়ন, মহানগর ছাত্র দলের সাবেক সহ সভাপতি দর্পণ প্রধান, সৌরফ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর ব্যাপারী, ছাত্রদল নেতা আকাশ, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসিরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস, দামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক গাজী আমির হামজা, সহ-সভাপতি ইসলাম, সদস্য মনির হোসেন জনি, দামগর ইউনিয়ন বিএনপি নেতা বাহাউদ্দিন, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম মিয়া, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন ডালিম, শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ূণ কবির, সিএনজি শ্রমিক কমিটির উপদেষ্টা হাসান সামিউজ্জামান সৈকত সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা