
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন যেন ব্যাটারী চালিত ইজিবাইক, অটো রিকশা, হকার ও উৎসব বন্ধন পরিবহন মাফিয়াদের কাছে অনেকটাই জিম্মি। শহরবাসীকে যানজট মুক্ত অবস্তায় স্বাভাবাবিক ভাবে চলাচলের জন্য জেলা প্রশাসক একের পর এক সভা সমাবেশ আর মতবিনিময় করেও এদের থামাতে পারেনি। সিটি করপোরেশন কর্তৃপক্ষের অবহেলা আর নির্লিপ্ততার কারণে জেলা প্রশাসক বার বার উদ্যোগ নিয়েও ব্যর্থ হচ্ছেন। অনেকটাই যেন এদের কাছে জিম্মি নারায়ণগঞ্জ প্রশাসন। গতকাল মঙ্গলবার সনাতন ধর্মালম্বীদের পূজা পরিদর্শন করতে গিয়ে শত শত মহিলা শিশু নাজেহাল হয়েছে। নগরবাসীর প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নষ্ট হচ্ছে এই তিন দানবের কারণে। ইজিবাইক, ব্যটারী চালিত রিকশা ও ফুটপাত দখলকারী হকারদের কারণে যানজট যেন নগরবাসীর নিত্যসঙ্গি। দিন দিন ব্যাটারী চালিত এই দানবদের সংখ্যা বাড়লেও সিটি করপোরেশন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ২নং রেলগেইট এলাকাটি সিটি করপোরেশন ইচ্ছা করলেই পরিকল্পনা গ্রহণ করে যানজট মুক্ত এলাকায় পরিনত করতে পারে। যানজট নামক বিষফোঁড়ার যন্ত্রণায় প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে নগরবাসি অতিষ্ঠ হয়ে পড়েন। তাছাড়া ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দল গুলোও যানজট নিরসনের ব্যবস্তা গ্রহনের জন্য জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন। নারায়ণগঞ্জ ২ নম্বর রেলগেট মোড় এলাকার যানজট কোন ক্রমেই নিয়ন্ত্রণ আসছে না। এখানকার যানজটের মুল কারণ হিসেবে উৎসব পরিবহন ও বন্ধন পরিবহন বাস রাস্তা দখল করে রাখে। তাদেরকে জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেয়া হয়েছে তারা যেন একটি করে বাস ছেড়ে চলে যায়। কিন্তু তারা তা না মেনে সারিবদ্ধ ভাবে দিনের বেলায় ২ নম্বর রেলগেট এলাকায় বাস রাখায় এখানকার যানজট লেগে থাকে। এর নেপথ্য মুল কারণ হচ্ছে উৎসব পরিবহন বাস ও বন্ধন পরিবহনের বেপরোয়া চালকরা। কেননা তারা প্রতিনিয়ত এখানে বাস থামিয়ে রাখে। এতে করে যানজট তীব্র আকার ধারণ করে। দেখা যায়, নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট থেকে ১ নম্বর রেলগেট হয়ে বাস টার্মিনাল পর্যন্ত সারিবদ্ধ ভাবে উৎসব-বন্ধন পরিবহন বাস পাকিং করে রাস্তা অবৈধ ভাবে দখল করে রাখে। তারা দিনের বেলায়ও ২ নম্বর রেলগেট মোড়ে অবৈধ ভাবে স্ট্যান্ড বানিয়ে ফেলছে। এছাড়া রাত আট টার পরে ২ নম্বর রেলগেট মোড় থেকে শুরু করে বাস টার্মিনাল পর্যন্ত রাস্তা দখল করে সারিবদ্ধ ভাবে বাস পার্কিং করে রাখে। এতে করে পরিবহন মালিকদের পার্কিং করার জন্য যে খরচ হয় তা বেচেঁ যায়। যা সর্ম্পুর্ণ অবৈধভাবে রাস্তা দখল করে রাখে। বাসের পরিবহন চালকরা বেপরোয়া হয়ে এখানে বাস থামিয়ে যাত্রী উঠান। অথচ এখানে তাদের কোন কাউন্টার নেই। শহরবাসির মতে, উৎসব-বন্ধনের কারনে হর হামেশায় সড়কে বিশৃঙ্খলা তৈরী হয়ে আছে। কিন্তু তাদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা না নেওয়ায় তারাও মানুষকে দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে। কালিবাজার থেকে ১নং রেলগেটপর্যন্ত সিরাজউদ্দৌলা রোড দিনের বেলায় দখল করে রাখে হকাররা। আর সন্ধ্যার কিছুক্ষন পর থেকে সকাল ৮টা পর্যন্ত এই সড়কটি বন্ধন-উৎসব বাস পার্কিং করে রাস্তা দখল করে নৈরাজ্য সৃষ্টি করছে বলে নগরবাসীর অভিযোগ। বাসগুলো রাস্তা দখল করে রাখায় জনগণ চলাচলে বাধাগ্রস্থ হচ্ছে। দিনের বেলায় যেমন চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে যানজট তৈরী হয়ে তেমনি রাতে ৯টার পরেও শহরে যানজট সৃষ্টি হয়। এই যানজটের কারনে মানুষ ভোগান্তির শিকার হয়। সন্ধার পরে পরিবহন গুলো সড়ক দখল করে রাখায় রাতের বেলায়ও মানুষের চলাচল করতে কষ্ট করতে হয়। অপরদিকে দেখা যায়, সরেজমিনে গিয়ে দেখা গেছে নারায়ণগঞ্জ শহরের চারারগোপ থেকে ১নং রেলগেট সংলগ্ন এলাকায় অবৈধভাবে বাসস্ট্যান্ড তৈরি করেছে বন্ধন উৎসব। কালিবাজার থেকে শুরু করে ১নং রেলগেট বাসস্ট্যান্ড পর্যন্ত পুরো রাস্তাটি দখল করে রেখেছে। সড়কটির পাশে রয়েছে নারায়ণগঞ্জ কলেজ এবং নারায়ণগঞ্জ হাই স্কুল। স্কুল-কলেজ আগত ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠানে আসতে বাধাগ্রস্থ হচ্ছে। যেখানে ৫ মিনিট সময় লাগে প্রতিষ্ঠানে আসতে সেখানে ৬০ মিনিট সময় লেগে যায়। বন্ধন উৎসব বাসের নৈরাজ্যের কারণে থেকে শহরবাসীও মুক্তি পান নাই। নারায়ণগঞ্জ হাই স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা কেন সঠিক সময়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌছাতে পারে না। কারন রাস্তায় জানজট লেগে থাকে। শিক্ষার্থীরাও রাস্তায় কেন বাস রাখবে। তাদের দাবী চলাচলের জায়গাটা পরিস্কার রাখতে হবে। নারায়ণগঞ্জ কলেজের ছাত্রী তানিয়া জানান, বন্ধন, উৎসব, বন্ধুসহ বাসের চালকেরা কলেজের সামনে পুরো রাস্তাটি দখল করে বাসস্ট্যান্ড বানিয়েছে। রিক্সা ও প্রাইভেটকার চলচাল করতে পারছে না। চরম দুর্ভোগে জনসাধারণসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। সকালে কলেজ শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে গিয়ে তাদের পরিবহন রাখায় সঠিক সময়ে পৌঁছাতে পারেন না। এ নিয়ে চরম ক্ষোভে পরেছে শহরবাসীও। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সোহেল রানা জানান, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো। তাছাড়া আমরা তাদের উচ্ছেদ করে অভিযান পরিচালনা করি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
« সেপ্টেম্বর | নভেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯