আজ বৃহস্পতিবার | ২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২ | ৯ রবিউস সানি ১৪৪৭ | রাত ১:৫১

রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত

ডান্ডিবার্তা | ০১ অক্টোবর, ২০২৫ | ৯:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর দিনে কুমারি পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে জাঁকজমকপূর্ণভাবে ধর্মীয় রীতি অনুসরণ করে দুর্গা দেবীকে কুমারী রূপে পূজা করা হয়। এসময় নারায়ণগঞ্জ ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা এই পূজায় অংশ নিতে নারায়ণগঞ্জে আসেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশনে আয়োজিত কুমারী পূজায় এ বছর কুমারীর আসনে বসেছেন ৭ বছরের রাজশ্রী ভট্টাচার্য্য। তাকে দুর্গা প্রতিমার দেবীজ্ঞানে পূজা করা হয়। রাজশ্রী ভট্টাচার্য্য নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্না ভট্টাচার্য্যের মেয়ে। তিনি মোদগুল্লো গোত্রের। রাজশ্রী ভট্টাচার্য্য নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সনাতনী শাস্ত্র অনুযায়ী, কুমারী হ”েছ শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। এ পূজার মাধ্যমে স্বয়ং দেবী দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন। পৃথিবীতে দেবী দুর্গাই সনাতনধর্মের মানুষের কাছে সর্বশক্তিমান। তাকে লক্ষ্য করেই কুমারী পূজা করা হয়। এবারের পূজাতেও দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। কুমারী রাজশ্রীর বাবা-মা বলেন, আমার মেয়েকে যে কুমারী রুপে বসাতে পেরেছি এজন্য আমি আনন্দিত। আজকে আমি সকলের জন্য মঙ্গল কামনা করছি। নারায়ণগঞ্জবাসীর জন্য মঙ্গল কামনা করি। রামকৃষ্ণ মিশনের মহারাজ পূজা শেষে বলেন, স্বামী বিবেকানন্দ বলেছেন মেয়েদের মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করো। যে সমাজে,দেশে, পরিবারে মেয়েরা শান্তিতে নাই ওই পরিবার, দেশ শান্তিতে থাকতে পারবে না। এজন্য মায়েদেরকে সম্মান জানাতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা