আজ বৃহস্পতিবার | ২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২ | ৯ রবিউস সানি ১৪৪৭ | রাত ১:৪৮

আ’লীগকে নিষিদ্ধ করা হয়নি

ডান্ডিবার্তা | ০১ অক্টোবর, ২০২৫ | ৯:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। শুধু তাদের কার্যক্রম স্থগিত করেছি। কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকা- করতে পারবে না। তবে দল হিসেবে তারা বৈধ। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গত সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করে গণমাধ্যমটি। ড. ইউনূস অভিযোগ করেন, আওয়ামী লীগ জাতীয় নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। তারা রাজনৈতিক দল হিসেবে আচরণ করছে না। এখন পর্যন্ত মানুষ হত্যার জন্যই অনুশোচনা প্রকাশ করেনি। তারা যা করেছে, তার দায়িত্ব নেয়নি। উল্টো অন্য কাউকে দোষারোপ করছে। তিনি আরো বলেন, ভারত সবসময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে আসছে। তারা এখনো আশা করছে যে তিনি পূর্ণ স্বগৌরবে বাংলাদেশে ফিরবেন। অন্তর্বতী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশে কেন ১৮ মাস সময় লাগছে, এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আপনি বলছেন আমরা কেন নির্বাচন দিতে অনেক সময় নিচ্ছি, অনেক মানুষ তো বলছে ৫ বছর ক্ষমতায় থাকুন। কেউ কেউ ১০ বছর ও ৫০ বছর থাকার কথাও বলছে। মানুষ বলছে আপনি ক্ষমতায় থাকুন। নির্বাচনের কী দরকার? পরে তিনি বলেন, আমাদের অন্তর্বতীকালীন সরকারের তিনটি প্রধান কর্তব্য আছে-সংস্কার, বিচার এবং নির্বাচন। অন্য দু’টি কর্তব্য সময়সাপেক্ষ। তাই নির্বাচন করতে ১৮ মাসের মতো সময় লাগছে। যদি সংস্কার বা বিচার ছাড়াই নির্বাচনের কথা বলেন, তাহলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমাদের দেশে কোনো হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’ নয়াদিল্লির বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, ‘বর্তমানে ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।’ অন্তর্বতী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেয়ার সিদ্ধান্ত সম্পর্কে ড. ইউনূস বলেন, ‘আমি অবাক হয়েছিলাম।’ তিনি সাক্ষাৎকারে জানান, তিনি প্রথমে দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না। তবে জনগণের আবেগ ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে শেষ পর্যন্ত তা মেনে নেন। ওই সময় তিনি আবেগপ্রবণ বিক্ষোভকারীদের বলেছিলেন, ‘আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা