আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | বিকাল ৫:৪৭

ফতুল্লায় স্ত্রীকে হত্যা স্বামী রুবেল গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ১৭ আগস্ট, ২০২২ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ফারজানা বেগম (২৮) নামে এক গৃহবধুকে মসল্লা বাটার পুতা দিয়ে আঘাত করে হত্যা মাথায় করেছে তার স্বামী মো. রুবেল (৩০)। গতকাল মঙ্গলবার  ভোর পাচঁটায় ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। তিন মাস পূর্বে তাদের বিয়ে হয়েছিলো। এদিকে এ ঘটনার পর স্থানীয়রা ঘাতক স্বামী রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত ফারাজানা বেগম লক্ষিপুর জেলার সদর থানার চর ভোতার মৃত নুর নবীর মেয়ে।  গ্রেপ্তারকৃত মো. রুবেল লক্ষিপুর জেলার উত্তর চর মার্টিনের মো. হাসানের পুত্র ও ফতুল্লা মডেল থানার পাগলা মধ্য রসুলপুরে হারুনুর রশিদের বাড়ীর ভাড়াটিয়া। সে পেশায় বাস চালক। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানা জানান, তিন মাস পূর্বে তাদের বিয়ে হয়। তারপর তারা পাগলা মধ্য রসুলপুরে ভাড়ায় বসবাস করতে শুরু করে। সোমবার নিহতের দুই ভাই পগলাস্থ বোনের বাড়ীতে বেড়াতে আসে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে স্বামী মো. রুবেল ঘুমিয়ে থাকা স্ত্রীর মাথায় ঘরে থাকা পুতা দিয়ে আঘাত করে। এ সময় স্ত্রী চিৎকার করে উঠলে তার ভাই সহ প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। তিনি আরো জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা