আজ শুক্রবার | ৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ৮ মহর্‌রম ১৪৪৭ | রাত ৮:৪২
শিরোনাম:
জুলাইয়ে ছাত্র-জনতার উপর শামীম ওসমান বাহিনীর গুলির দৃশ্য আন্তর্জাতিক মিডিয়ায়    ♦     হাইব্রিডরা বিএনপির জন্য কাল!    ♦     স্ত্রীর দেয়া কিডনিতে প্রাণে বেঁচে পরকীয়ায় জড়ালেন স্বামী    ♦     পদত্যাগ করেছেন মম    ♦     নির্বাচনী রাজনীতি কোন দিকে গড়াচ্ছে?    ♦     ভাল লোকেরা দেশ ছেড়ে পালায় না: গিয়াস উদ্দিন    ♦     জুলাই আন্দোলনে শহীদের মাগফেরাত আহতদের সুস্থতা কামনায় দোয়া    ♦     সদর ইউএনও’র বিরুদ্ধে ৫ লাখ টাকা দাবীর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন    ♦     ফতুল্লা পোস্ট অফিস টু শিবু মার্কেট রোডের বেহাল দশা!    ♦     অপহরণকারী চক্রের দুই নারীসহ ৪জন গ্রেপ্তার    ♦    

রূপগঞ্জের আতঙ্ক এসটি সাত্তার

ডান্ডিবার্তা | ২০ আগস্ট, ২০২২ | ৯:৩৮ পূর্বাহ্ণ

রূপগঞ্জ প্রতিনিধি রূপগঞ্জের দাউদপুর এলাকা দাবড়ে বেড়াচ্ছে আব্দুস সাত্তার ওরফে এসটি সাত্তার ওরফে টেপা সাত্তার। তার নামে রূপগঞ্জ থানায় ১৬টি মামলাসহ অসংখ্য সাধারণ ডায়রী রয়েছে। এছাড়াও র‌্যাব কার্যালয়ে বিচার দাবিতে এলাকাবাসী বেশ কয়েকবার অভিযোগ করেছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে সে এলাকায় ভূমিদস্যুতা থেকে শুরু করে সব ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছে। সাত্তার ও তার বাহিনীর অত্যাচার থেকে মুক্তি পেতে রূপগঞ্জ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের কাছেও লিখিত অভিযোগ দেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। সম্প্রতি দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে পাঁচ ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এসটি সাত্তার ও তার লোকজনের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন পুলিশের এক এএসআই। গত ২৯ জুলাই দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসার গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় দাবড়ে বেড়ালেও পুলিশ এসটি সাত্তার ও তার বাহিনীকে গ্রেফতার করছে না। দাউদপুর ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ জানান, তিনি প্রাণ আরএফএল প্রতিষ্ঠানে জমির ব্যবসা করেন। এই ব্যবসা পরিচালনার জন্য পাশের গ্রামের সন্ত্রাসী এসটি সাত্তার তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওইদিন সকালে আরএফএল প্রতিষ্ঠানকে জমি বুঝিয়ে দিতে তার ভাই মোশারফ, কামরুল, মাজাহার, সাদেকসহ কয়েকজন খৈসার গেলে তাদের সাত্তার ও তার লোকজন তুলে নিয়ে তার ব্যক্তিগত অফিসে বন্দি করে নির্যাতন চালায়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করতে গেলে পুলিশের ওপরও হামলা করেন সন্ত্রাসীরা। এতে রূপগঞ্জ থানার এএসআই রাসেল আহত হন। আহতদের রূপগঞ্জ ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে মোশারফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তারা হাসপাতালে চিকিৎসাধীন। দাউদপুরের খৈশাইর, কলিঙ্গা, ভুইয়ম, পূর্বাচলের কালনী, পলখান এলাকার মানুষ সব সময় সাত্তার ও তার বাহিনীর আতঙ্কে দিন কাটে। সাত্তার বাহিনীর অন্যতম সদস্য খৈশাইর গ্রামের পর্চা সোহেল, লিখন, রাকিব, সালাউদ্দিন, আলামিন, আরিফ, রনি, মোমেন, শাওন, শাহাদাত, ভুইয়ম গ্রামের ইয়াসিন। এসটি সাত্তার ও তার বাহিনীর নামে ভূমিদস্যুলতা, সন্ত্রাসী, চাঁদাবাজী, নির্যাতন, হত্যা, অপহরণসহ রূপগঞ্জ থানায় ১৬টি মামলা রয়েছে। অভিযুক্ত এসটি সাত্তার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমার নামে রূপগঞ্জ থানায় এক ডজনের বেশি মামলা রয়েছে। তবে অধিকাংশ মামলায় জামিনে আছি। জমি সংক্রান্ত বিষয়ে এসব মামলা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এসটি সাত্তার ও তার বাহিনীর নামে রূপগঞ্জ থানায় বহু মামলা রয়েছে। সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে। তবে কোনো সন্ত্রাসীই পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা