
আবদুর রহিম
নারায়ণগঞ্জের রাজনীতিতে কদর বাড়ছে বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের। আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। উভয় দলে নেতরা গিয়াস উদ্দিনকে নিয়ে চিন্তিত। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ এবং বিএনপির একাধিক নেতা তৎপর হয়ে উঠেছে। বিএনপির মনোনয়ন পেতে একাধিক নেতা পর্দার আড়ালে থেকে প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ থেকে সাংসদ শামীম ওসমান এবং শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ নানামুখী তৎপরতা শুরু করেছেন। যদিও গুঞ্জন চলছে শামীম ওসমান এবারের নির্বাচনে অংশ নিবেন না। তবে পরিবার থেকে কেউ মনোনয়ন চাইবেন। কিন্তু তারপরও গিয়াস উদ্দিনকে সবাই সমীহ করতে শুরু করেছেন। এছাড়া বিএনপিতে যখন নেতৃত্বের সংকট, দলে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে, তখন এই নেতার প্রয়োজনীয়তা অনুভব করছেন দলের তৃনমূলের নেতাকর্মীরা। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক এমপি গিয়াস উদ্দিন একজন প্রাজ্ঞ, বিজ্ঞ রাজনীতিক হিসেবে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বেশ পরিচিত। শুধু দলেই নয়, জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারাও বিএনপির এই নেতাকে বেশ সমীহ করেন। রাজনীতিতে অত্যন্ত দক্ষ হওয়ায় বার বার আলোচনায় উঠে আসেন গিয়াস উদ্দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তিনি চমক দেখাতে পারেন। গুঞ্জন চলছে আওয়ামীলীগের টিকেটে তিনি জাতীয় নির্বাচনে অংশ নেয়ার। এছাড়া বর্তমানে জেলা বিএনপির নেতৃত্ব সংকট দেখা দেয়ায় বিএনপি হাই কমান্ড গিয়াস উদ্দিনকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। তাকে জেলা বিএনপির কান্ডারী করতে চাচ্ছেন। জেলা বিএনপি থেকে এড. তৈমুর আলম খন্দকারকে আহবায়কের পদ থেকে সরিয়ে দেয়ার পর থেকে জেলা বিএনপিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যোগ্য নেতৃত্বের সংকট থেকেই মূলতঃ বিএনপির শৃঙ্খলা ভেঙে পরেছে এমন দাবি বিএনপির তৃনমূলের নেতাকর্মীদের।এড.তৈমুর আলম খন্দকারের পর যরা দলের নেতৃত্বে আসছে এসব নেতারা নানা বিতর্কীত কর্মকান্ডে জড়িয়ে পরেছে। বর্তমান নেতৃত্বকে দলের নেতাকর্মীদের বিরাট একটি অংশ মেনে নিতে পারছেন না। ফলে দিনে দিনে জেলা বিএনপিতে বিশৃঙ্খলা বেড়েই চলছে। এরফলে দলের প্রবীণ নেতাদের সাথে নবীন নেতাদের মধ্যে দ্বন্দ্ব এবং দূরত্ব বৃদ্ধি পেয়েছে। দলের ভেতরে নানামুখী দ্বন্দ্ব দেখা দিয়েছে।কোন্দল, উপকোন্দলের কারণে নেতাকর্মীরা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ভাবে রাজনীতি করছেন। অনেকে বিতর্ক এড়াতে রাজনীতি থেকে নিজেকে ঘুটিয়ে নিয়েছেন। দলের ভেতরের এমন অবস্থার কথা দলে নীতিনির্ধারণী ফোরাম অবগত হওয়ার পর জেলা বিএনপির নতুন কান্ডারী খুঁজতে শুরু করেছেন। তবে এ তালিকায় সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের নাম উঠে এসেছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯