আজ বৃহস্পতিবার | ৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ৯ জিলকদ ১৪৪৬ | রাত ৩:৩৫

বিপাকে সোনারগাঁ আ’লীগ

ডান্ডিবার্তা | ২৪ আগস্ট, ২০২২ | ৯:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী নির্বাচন ও নানা ইস্যুতে রাজনীতির ময়দান এখন সরগরম। দীর্ঘদিনের আন্দোলন খড়া কাটিয়ে রাজপথে সরব হওয়ার চেষ্টা করছে বিএনপি নেতাকর্মীরা। তাতেই বাঁধ সেধেছে ক্ষমতাসীন  আওয়ামী লীগ নেতারা। কেন্দ্রীয় রাজনীতির হাওয়া লেগেছে তৃণমুলেও। বিভিন্ন ইস্যুতে সোনারগাঁয়ে সরব কর্মসুচি দিচ্ছে সব দল। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি এমনকি দীর্ঘদিন রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাওয়া জামায়াতে ইসলামীও রাজপথে মিছিল সমাবেশ করছে। বিএনপির নেতাকর্মীদের চাঙ্গাভাব ক্ষমতাসীনদের মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে সাম্প্রতিক কর্মসুচিগুলোতে। শোকের মাস আগস্টে সোনারগাঁয়ে যে কয়টি কর্মসুচি পালন করেছে আওয়ামী লীগ তার প্রায় সবগুলোতেই নেতাদের বক্তব্যের প্রতিপাদ্য ছিল দলীয় ঐক্য ও নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়ার বিষয়টি। কারন সংগঠন দুর্বল হলে অনৈক্য থাকলে গত দুইবারের ন্যায় আগামীতেও নৌকা ছুটে যেতে পারে সোনারগাঁ থেকে। এই আশংকা আওয়ামী লীগ নেতাদের ভর করেছে জোড়ালোভাবে। টেনশনের বহিঃপ্রকাশ ঘটছে নেতাদের বক্তব্যেও। ২১ আগস্ট কেন্দ্রীয় কর্মসুচির প্রস্তুতি সভায় উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু হুংকার দিয়ে বলেছিলেন, আগষ্ট মাসে বিএনপির কেউ যদি রাজপথে নামে তবে হাত পা ভেঙ্গে দিবেন। বিএনপি কর্মীদের উদ্দেশ্যে নান্নু বলেন, সোনারগাঁয়ে শান্তিতে থাকতেছেন ভালো না লাগলে বাড়ি ঘরে থাকতে পারবেন না। তবে নান্নুর এ হুমকীকে থোরাই কেয়ার করছেন বিরোধী নেতাকর্মীরা। ২১ আগস্ট আওয়ামী লীগের কর্মসূচির পর দিন বিএনপি পৃথক কর্মসূচি পালন করে সোনারগাঁয়ে। সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ বকুলের নেতৃত্বে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে উপজেলা বিএনপির সসভাপতি মান্নান এবং সদস্য সচিব মোশাররফের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়, এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রধান অতিথি ছিলেন। তবে এদিন আওয়ামী লীগের কোন কর্মকা- চোখে পড়েনি। বিষয়টি নিয়ে বিএনপির এক নেতার মন্তব্য, যুবলীগের সভাপতি নান্নু’র বক্তব্য আষাঢ়ে গর্জন। প্রশাসন তাদের পাশে না থাকলে তারা নিজেরাই ঘর থেকে বের হতে পারবে না। জনগন তাদের অত্যাচারে অতিষ্ট। জনসমর্থন ছাড়াই সব কিছু নিজেদের অনুকুলে বিধায় এরকম মাঠ গরম করা বক্তব্য দিতে পারছে। তবে বিএনপি এসব হুমকী ধামকিকে তোয়াক্কা করেনা। রাজপথের আন্দোলনের মাধ্যমেই এই জালিম সরকারের পতন ঘটানো হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা