আজ বৃহস্পতিবার | ৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ৯ জিলকদ ১৪৪৬ | রাত ৪:০৪

ইয়াবাসহ হত্যা মামলার আসামী গ্রেফতার

ডান্ডিবার্তা | ২৪ আগস্ট, ২০২২ | ৯:২৪ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরের মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামী ইলিয়াছ (৩৫)কে ৫’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে ধামগড় ফাঁড়ী পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের নেহালসরদার বাগস্থ জনৈক মুকবুল মিয়ার বাড়ির পূর্বপাশ্বের বালু মাঠ থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইলিয়াছ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ীর উপ-পরিদর্শক আমিনুর রহমান আমান বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর আন্দিরপাড় এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে ইলিয়াছ দীর্ঘদিন ধরে মদনপুর এলাকার আন্দিপাড়, ছোট সাহেব বাড়ী, চাঁনপুরসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছিলো। সোমবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী ইলিয়াছ নেহাল সরদার বাগস্থ জনৈক মুকবুল মিয়ার বাড়ী পূর্বপাশে বালুর মাঠে ইয়াবা বিক্রির সময় স্থানীয় জনতা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইলিয়াছকে আটক করে ধামগড় ফাঁড়ীর পুলিশকে সংবাদ জানায়। পরে ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক আমিনুর রহমান আমানসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে আটককৃত মাদক ব্যবসায়ী ইলিয়াছের দেহ তল্লাশী চালিয়ে ৫’শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে পুলিশ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইলিয়াছের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে। এলাকাবাসী গণমাধ্যমকে আরো জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইলিয়াছ সম্প্রতি বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার ৫নং এজাহারভূক্ত আসামী। সে দীর্ঘদিন ধরে আন্দিরপাড় এলাকায় আধিপত্য বিস্তারসহ একচেটিয়া ইয়াবা ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছিলো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা