আজ মঙ্গলবার | ২৯ জুলাই ২০২৫ | ১৪ শ্রাবণ ১৪৩২ | ৩ সফর ১৪৪৭ | দুপুর ২:৪২

রূপগঞ্জে বিনামূল্যে ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন

ডান্ডিবার্তা | ০৬ জানুয়ারি, ২০২৩ | ১০:৫৩ পূর্বাহ্ণ

রূপগঞ্জ প্রতিনিধি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, দুঃস্থদের জন্য বিনামূল্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, গাজী গোলাম আসরিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আইভি, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, যমুনা ব্যাংকের ব্যবস্থাপক এমদাদুল হক রাব্বানি, ফারুক আহমেদ, খোরশেদ ইকবাল, কামরুজ্জামান, একরামুল গণি, তারাবো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান, ফিরোজ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন ও দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্না খান প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশের রোগীদের মধ্যে ১৫ ভাগ কিডনী রোগী। বছরে ১০ সহ¯্রাধিক মানুষ কিডনী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গরীব, দুঃখী, অসহায়দের কথা বিবেচনা করেই এখানে বিনামূল্যে ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। পরে ফিতা কেটে ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা