
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ নগরীতে অবস্থিত পুরাতন স্থাপত্য নিদর্শন বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত মিউচুয়াল ক্লাব, শেখ রাসেল পার্ক, মাসদাইর কবরস্থান, শ্মশান, মেনন কবরস্থান, হাজীগঞ্জ দূর্গ, সোনাকান্দা দূর্গ, বিবি মরিয়মের সমাধিসৌধ, সাধুনাগ মহাশয়ের মন্দির, নাগবাড়ী ও মাসদাইর কবরস্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে বিকাল ৩টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সাথে প্রতিনিধি দলটি সৌজন্যে সাক্ষাত করেন। সাক্ষাতকালে নারায়ণগঞ্জ নগরীর প্রতœতত্ত্ব সম্পদ/পুরাকীর্তি সংস্কার ও সংরক্ষণের বিষয়টি গুরুত্ব আরোপ করা হয় এবং এ বিষয়ে যৌথভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও প্রতœতত্ত্ব অধিদপ্তর একটি সমঝোতা স্মারক চুক্তির বিষয়ে একমত পোষণ করা হয়। এ সময় নারায়ণগঞ্জ পৌরসভার পরিচালিত পুরাতন ভবনটি সংরক্ষিত করা করা হচ্ছে বলে জানান নাসিক মেয়র ডা. আইভী। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত মিউচুয়াল ক্লাবে আওয়ামীলীগের জন্ম নিয়ে ইতিহাস প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন তিনি। পৃথিবীতে কোথাও আমাদের মাসদাইর কবরস্থান, শ্মশান, মেনন কবরস্থান ও মসজিদ মত একত্রে নেই। এটা আমাদের গর্ব, বৌদ্ধদের জন্য জায়গা দেয়া হবে। ইতিমধ্যে ওই মসজিদটি নতুন করে নির্মাণ ও এসব সৌন্দর্য বর্ধন লক্ষ্যে দেয়াল নির্মাণ করা হয়েছে। উপস্থিত আরো ছিলেন, বাংলাদেশ প্রতœতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক আমিরুজ্জামান, বাংলাদেশ প্রতœতত্ত্ব অধিদপ্তরের সহকারী স্থপতি খন্দকার মাহফুজ আলম, বাংলাদেশ প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খাঁন মিতা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯