
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুক্তারপুর সড়ক হবে দোতলা রাস্তা। তবে, এই রাস্তা নির্মাণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ৫২০টি আপত্তি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে এখন সেই আপত্তি গুলো নিষ্পত্তি করার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৫ সালের জুন মাসে প্রকল্পটি শেষ হবে। বর্তমানে পঞ্চবটি থেকে মুক্তারপুর সড়কের এখন গড়ে প্রশস্ততা ৬ মিটার। সড়কটি দিয়ে দৈনিক প্রায় ১৭ হাজার ৯০০টি গাড়ি যাচ্ছে। ‘পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ’ প্রকল্প বাস্তবায়ন করতে নারায়ণগঞ্জ জেলার অধিনে ৮৩২টি পরিবারের ৩৫ দশমিক ৬০৮ একর জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়। গত ২২ সালের ২৭ জুন ভূমি মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে ৩১ দশমিক ৬৯২৫ একর জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমতি দেওয়া হয়। গত ১৯ সেপ্টেম্বর অধিগ্রহণের অনুমতি পাওয়া জমিতে ৭ ধারায় নোটিশ জারি করা হলে তাঁর প্রেক্ষিতে ৫২০টি আপত্তি জেলা প্রশাসকের নিকট জমা পরে। নাম প্রকাশ না করার শর্তে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, ৫২০টি আপত্তি নিষ্পতি করার চেষ্টা করছে জেলা প্রশাসন। পরিবার গুলোর পুনর্বাসন কর্ম পরিকল্পনা অনুযায়ী জয়েন্ট ভেরিফিকেশন ইনভেন্টরি কমিটি গঠন করে অবকাঠামোর মূল্য নির্ধারনের কাজ চলমান রেখেছে। এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (ডিপিডিসি) এর ০.৩০ একর জমি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনস্ত ০.০২৫ একর জমি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের ০.০১৫ একর, নারায়ণগঞ্জ উপজেলা পরিষদের ০.৯৮ একর ও সিটি করর্পোশনের ২.৭২ একর জমি প্রকল্পের মধ্যে পড়েছে। গত ২০২২ সালের ২২ মে সিটি করপোরেশনের ২.৭২ একর জমি অনাপতিপত্র স্থানীয় সরকার বিভাগ থেকে ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সেতু বিভাগের এক কর্মকর্তা জানান, ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেটে পাশ হওয়া ৬৪২.৫৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কার্যক্রম চলছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য প্রাক্কলন-বাজেট প্রণয়নে সমাহার নামের একটি এনজিও নিয়োগ দেওয়া হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯