আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:১০

না’গঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

ডান্ডিবার্তা | ০৯ জানুয়ারি, ২০২৩ | ৯:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩শ’ শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে ফাউন্ডেশন রশীদ। গতকাল রোববার সকালে শহরের ১৭নং ওয়ার্ড এলাকায় পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ স্কুল ব্যাগ বিতরণের উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর ও নাসিক মেয়র-১ আব্দুল করিম বাবু। স্কুল ব্যাগ বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আব্দুল করিম বাবু বলেন, তোমরাই হলে আগামী দিনের ভবিষ্যৎ। তাই তোমাদের ঠিকমত লেখা-পড়া করে মানুষের মত মানুষ হতে হবে। একাডেমি শিক্ষা নয়, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মা-বাবা আর শিক্ষাক-শিক্ষিকাদের সম্মান করতে হবে। কখনো তাদের অবাধ্য হবেনা। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, একটি গাছকে যেমন ঠিকঠাক মত পরিচর্চা করলে, যতœ নিয়ে সেই গাছটি সুন্দরভাবে বেড়ে ওঠে। ঠিক তেমনি আপনারা যদি এখন থেকেই ওদের ঠিকঠাক মত পরিচর্চা করেন, যতœ নেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস ওরা কখনো পথভ্রষ্ট হবেনা, ওরা মানুষ হবেই। এবং ওরা মানুষ হয়ে এ সমাজ ও এ দেশের জন্য গৌরব বয়ে আনবে। তাই ওদের প্রতি খেয়াল রাখার জন্য আমি আপনাদের তথা সকল অভিভাবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি। এরপর ধারাবাহিকভাবে, জয়গোবিন্দ হাইস্কুল, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আর্দশ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়। ফাউন্ডেশন রশীদের চেয়ারম্যান হারুন অর রশীদের সভাপতিতে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে মহানগর যুবলীগের সহ-সভাপতি রাকিবুল্লাহ বিপ্লবসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা