আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:০৪

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাদের কমিটি

ডান্ডিবার্তা | ১১ জানুয়ারি, ২০২৩ | ৮:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সরকারী জমিতে জোরপূর্বক অবৈধভাবে গড়ে উঠা “চিটাগাংরোড রেন্ট-এ-কার স্ট্যান্ডটি” চাঁদাবাজির উৎস স্থল হিসেবেই পরিচিত। এখান থেকে প্রতিমাসে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন হয়ে থাকে। এ চাঁদার টাকা পুলিশ, ট্রাফিক ও প্রশাসর ও রাজনৈতিক নেতাদের মধ্যে বন্টন হয়ে থাকে। আলোচিত সাত খুনের মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নুর হোসেন অপরাধ জগতের এ সা¤্রাজ্য গড়ে তুলেছেন। বর্তমানে নুর হোসেন কারাগারে থাকলেও থেমে নেই এর চাঁদাবাজি। তার অবর্তমানে এর নিয়ন্ত্রন নিতে একাধিক সংঘর্ষ, হামলা ও মামলার ঘটনা ঘটেছে। এর আধিপত্য ধরে রাখতে নানা কৌশল অবলম্বন করছেন একাধিক চাঁদাবাজ সিন্ডিকেট। আর তাদেরকে নিয়ন্ত্রন করতে প্রভাবশালী রাজনীতি মহল ও থানা প্রশাসন নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। তাদের অনুগতদের দিয়ে চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির কমিটি গঠন করে প্রকাশ্যে আদায় হয় চাঁদার টাকা। সম্প্রতি পূর্বের কমিটি বহাল থাকার পরও সেটি বিলুপ্ত না করে রহস্যজনক কারণে ক্ষমতাশীল দলের শীর্ষ নেতৃবৃন্দ ও থানা পুলিশ তাদের অনুগতদের দিয়ে আরেকটি নতুন কমিটি ঘোষণা দিয়ে বিতর্কের সৃষ্টি করছে।  কমিটির কাগজে দেখা যায়, নাসিক ৩ ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাত খুনের মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নুর হোসেনের ভাতিজা শাহজালাল বাদল ও নুর উদ্দিন স্বাক্ষর করেছেন। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান কমিটি অনুম্দোন লিখে স্বাক্ষর করেছেন। নতুন কমিটিতে সালাউদ্দিনকে সভাপতি ও সাইফুলকে সেক্রেটারি করা। এদের মধ্যে সালাউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির মামলা রয়েছে। সাইফুল নাঈম হত্যা মামলার আসামি। এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ওসির কমিটির অনুমোদন দেয়া নিয়ে পরিবহন মালিক-শ্রমিক ও স্থানীয়দের মাছে পুলিশ প্রশাসনের ভুমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। পরিবহন মালিক-শ্রমিকরা নাম না প্রকাশের শর্তে বলছেন, নতুন কমিটি গঠন হলেও তারা কিছুই জানতে পারেন না। তাদের মতামতও কেউ নিতে আসেনা। নতুন নতুন কমিটি গঠন হয় আর চাঁদার পরিমান বাড়তে থাকে। এতে অনেকেই এই অর্থনৈতিক সংকট কালে বিপদে পড়লেও তাদের কাছে থেকে কোনো সুবিধা বা চাঁদার ছাড়ও পাননা। কমিটি গঠন করা হয় চাঁদা তোলার জন্য, মালিকদের কল্যানের জন্য নয়। তাদের ভাষ্য সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান কমিটি অনুমোদন দেন কি করে। এর আগের কমিটি গঠনেও তিনি সম্পৃক্ত ছিলেন। ওই কমিটি কেন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত না করে এবং গাড়ির মালিকদের নিয়ে সম্মিলিত মতামত না নিয়ে এবারও গোপনে অনুমতি দেন তা বুজতে আর কারও কিছু বাকি নেই। আবারও তাদের উপর চাঁদার বোঝার পরিমান বাড়বে এই আশংকা করছেন তারা। অভিযোগ রয়েছে এই রেন্ট-এ কার স্ট্যান্ডের গাড়ি দিয়ে মাদক পাচারের অভিযোগ দীর্ঘদিনের। দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এ স্ট্যান্ডের একাধিক গাড়ি মাদকসহ আটক হয়েছে। এই রেন্ট-এ কারের কিছু গাড়ি চলছে অনিয়মিত নামসর্বস্ব দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেলের অনুমোদনহীন স্টিকার লাগিয়ে। যার শেল্টার দিয়ে থাকেন বিশেষ পেশার এক ব্যাক্তি। বিভিন্ন অপরাধীরা মিডিয়া স্টিকার লাগানো এসব গাড়ি ভাড়া নিয়ে চালকদের ম্যানেজ করে ছিনতাই ও মাদক পাচার করছে। অনুসন্ধানে জানা গেছে, শিমরাইল মোড়ে অবৈধ রেন্ট-এ কারের ব্যবসা পরিচালনা করা হচ্ছে মহাসড়কে পাশে পানি উন্নয়ন বোর্ডের খালি জায়গাতে। একসময় এ জায়গাটিতে জলাশয় ছিল। সাত খুনের ঘটনায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নুর হোসেন জোর করে কাউকে তোয়াক্কা না করেই এ জায়গাটিতে বালু ভরাট করে। বালু ভরাটের পর সেখানে নুর হোসেন ভাড়ায় চালিত বিভিন্ন ধরনের গাড়ির একটি প্রতিষ্ঠান তৈরী করে যার নাম দেয়া হয় রেন্ট-এ কার। সেই থেকেই এ রেন্ট-এ কার ষ্ট্যান্ডে ভর্তি বাবদ মোটা অংকের এককালীন অর্থ আদায়সহ প্রতিটি গাড়ি থেকে মাসিক চাঁদা আদায় চলছে। বর্তমানে প্রায় দুই শতাধিক গাড়ি রয়েছে। এদের মধ্যে হাইয়েছ ও মাইক্রোবাস গাড়ি থেকে একহাজার তিনশত টাকা, প্রাইভেটকারসহ অন্যান্য গাড়ি থেকে এক হাজার থেকে নয়শত টাকা মাসিক চাঁদা আদায় হয়ে থাকে। এছাড়া গাড়ি ভর্তি ও বিভিন্ন খাতে প্রতি মাসে একাধিকবার এককালিণ মালিকদের কাছ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত আদায় হয়ে থাকে। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান চাঁদাবাজির বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এ স্ট্যান্ড এর কমিটি নিয়ে ঝামেলা চলছিলো। পরে স্থানীয় কাউন্সিলর, থানা আওয়ামী লীগ নেতৃবন্দের সুপারিশে তাদের মতামতে নতুন করে সবাইকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা