আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:০৮

খেলায় হেরে যাওয়ায় ২ ছাত্রকে পিটিয়ে জখম

ডান্ডিবার্তা | ১৩ জানুয়ারি, ২০২৩ | ১০:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে স্কুল পর্যায়ের ক্রিকেট খেলায় হাজী ইব্রাহীম আলমচাঁন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়ে স্কুলে ফেরার পথে ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটে। হামলায় ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়। গত বুধবার দুপুরে বন্দর রেল লাইন এলাকার শাহজালাল মাদ্রসা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো স¤্রাট ও সাব্বির। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত বুধবার হাজী ইব্রাহীম আলম চাঁন উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ৫টি খেলার মধ্যে ৪টি খেলায়ই শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয় জয় লাভ করে। গত বুধবার খেলা শেষে শামসুজ্জোহা স্কুলের ছাত্ররা অটোযোগে স্কুলে ফেরার পথে বন্দর রেল লাইন সংলগ্ন শাহজালাল মাদ্রাসার সামনে পৌছলে অজ্ঞাতনামা ২০/২৫ জনের একটি গ্রুপ শামসুজ্জোহা স্কুলের ছাত্রদের উপর আতর্কিত হামলা চালায়। হামলায় শামসুজ্জোহা স্কুলের ছাত্র স¤্রাট ও সাব্বির গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ছাত্রদের প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থা অবনতি দেখে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশংকা জনক। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা হাজী ইব্রাহীম আলম চাঁন স্কুলের ছাত্র ও তাদের সাথে বহিরাগত কিশোর গ্যাং রয়েছে। খেলায় হেরে যায়ার জের ধরে বখাটেরা শামসুজ্জোহা স্কুলের ছাত্রদের উপর হামলা চালায় ও খেলায় হারানোর জেলে ছাত্রদেরসহ শামসুজ্জোহা স্কুলের ক্রীড়া শিক্ষককে গালাগালি এবং হুমকি দেয়। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে। ছাত্রদের উপর বর্বরোচিত হামলায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দা জানিয়েছে পুলিশকে গুরুত্ব সহকারে দেখার আহবান জানিয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা