আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:০২

মানবাধিকার পদক পেলেন টিম খোরশেদ

ডান্ডিবার্তা | ১৩ জানুয়ারি, ২০২৩ | ১১:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশের করোনাকালীন সময়ে মানবসেবার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মানবাধিকার পদক ও সম্মাননা পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। গত বুধবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পদক প্রাপ্তদের হাতে মানবাধিকার পদক ও সম্মাননা তুলে দেন সদ্য  বিদায়ী প্রধান বিচারপতি তাফাজ্জল হোসেন মিয়া। ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৫২তম বিজয় দিবস উপলক্ষে এই পদক ও সম্মাননা দেয় ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরবি)। এসময় ব্যক্তি পর্যায়ে পদক ও সম্মাননা দেওয়া হয় ক্রীড়ায় সাকিব আল হাসান, মানবসেবায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কমিশনার মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী এবং তরুণ কণ্ঠশিল্পী তাশরিফ খানকে। প্রতিষ্ঠান হিসাবে মানবাধিকার পদকে ভূষিত হয়েছেন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়, বসুন্ধরা গ্রুপ, দৈনিক প্রথম আলো, জেএমআই গ্রুপ। উল্লেখ্য যে, করোনা সংক্রমনের সময় মৃতদেহ দাফন সৎকার, রোগীদের চিকিৎসা, ফ্রী অক্সিজেন সাপোর্ট, খাবার পৌঁছে দেয়াসহ নানান মানবিক কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী আলোচনায় উঠে আসেন কাউন্সিলর খোরশেদ ও তার স্বেচ্ছাসেবকগণ। গঠন করেন টিম খোরশেদ। দেশ ছাপিয়ে বিদেশেও করোনাকালে খোরশেদের ভূমিকা প্রশংসা কুড়িয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা