আজ রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ১২ জিলকদ ১৪৪৬ | সকাল ৮:১৪

শেখ ফজলুল হক মনি স্মৃতি টুর্নামেন্টে সেমিফাইনালে মদনগঞ্জের জয়

ডান্ডিবার্তা | ১৩ জানুয়ারি, ২০২৩ | ১১:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনাল ফাইনাল খেলায় মদনগঞ্জ ফুটবল একাডেমী ২-০ গোলে কাশীপুর ক্রীড়া প্রশিক্ষন কেন্দ্র দলকে পরাজিত করে জয় লাভ করেছে। এ খেলায় মদনগঞ্জ ফুটবল একাডেমী’র মোঃ রাব্বি ম্যান অব দ্যা ম্যাচ হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে এ টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার মদনগঞ্জ ফুটবল একাডেমী ২-০ গোলে কাশীপুর ক্রীড়া প্রশিক্ষন কেন্দ্র দলকে পরাজিত করে জয় লাভ করে। খেলা উপভোগ করতে স্টেডিয়ামের কানায় কানায় ভড়ে উঠে ফুটবল ক্রীড়ামোদি দর্শক। খেলা শেষে আনন্দঘন আনুষ্ঠানিকতায় খেলোয়ারদের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের অতিথি ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোনয়ার হোসেন মনা, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহরাব হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সানোয়ার তালুকদার, নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের যুগ্ন আহবায়ক মোঃ শফিকুল ইসলাম লিটন, নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের যুগ্ন আহবায়ক মোঃ বাবুল, কলানিস্ট আনোয়ার হোসেন, সাবেক ফুটবলার তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ম্যান অব দ্যা ম্যাচ পাওয়া খেলোয়ারের হাতে পুরস্কার তুলে দেন।  আজ শুক্রবার বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা সোনালী সকাল সেবা সংজ্ঞ বনাম সোনালী অতীত সিদ্ধিরগঞ্জের মধ্যে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্ট নারায়ণগঞ্জের ১৬টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব অংশগ্রহন করেছেন। অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব, বঙ্গবীর সংসদ, ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ, গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন, গাবতলী ফুটবল কোচিং সেন্টার। সোঁনালী অতিত নারায়ণগঞ্জ, সোঁনালী অতীত মুন্সিগঞ্জ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা